ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বৃহস্পতিবার থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালাবে ইউএস-বাংলা

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৮:০৪ পিএম, ১৩ জুলাই ২০২১

কঠোর স্বাস্থ্যবিধি মেনে আগামী বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে অভ্যন্তরীণ সব রুটে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

মঙ্গলবার (১৩ জুলাই) ইউএস-বাংলা এয়ারলাইন্সের পক্ষে মহাব্যবস্থাপক জনসংযোগ মোহাম্মদ কামরুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা থেকে চট্টগ্রামে পাঁচটি, কক্সবাজারে দু’টি, সৈয়দপুরে সাতটি, যশোরে ছয়টি, সিলেট-বরিশাল-রাজশাহীতে চারটি করে ফ্লাইট চালাবে ইউএস-বাংলা। অভ্যন্তরীণ রুটের টিকেট রিজার্ভেশনের জন্য ০১৭৭৭৭৭৭৮০০-৬ অথবা ১৩৬০৫ নাম্বারে যোগাযোগ করা যাবে।

এমইউ/এএএইচ/জেআইএম