ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

কাল আবারো তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে যাচ্ছেন আনিসুল

প্রকাশিত: ০২:২৭ পিএম, ০৯ ডিসেম্বর ২০১৫

পিছু হটছেন না ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। বৃহস্পতিবার আবারো রাজধানীর তেজগাঁও ট্রাকস্ট্যান্ডসহ তিনটি গুরুত্বপূর্ণ এলাকার অবৈধ পার্কিং উচ্ছেদে অভিযানে নামবেন তিনি।

সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, রাজধানীর তেজগাঁও ট্রাক স্ট্যান্ড এলাকা, মহাখালী বাস টার্মিনাল এবং তেজগাঁও শিল্প এলাকায় বেলা আড়াইটায় এই অভিযান শুরু হবে।

অভিযানে অংশ নিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, রেলমন্ত্রী মুজিবুল হক এবং সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙাকে চিঠি দিয়েছেন আনিসুল হক।

উল্লেখ্য, গত সপ্তাহে রাজধানীর তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে উচ্ছেদ অভিযান চালানোর সময় কার্যত অবরুদ্ধ হয়ে পড়েন আনিসুল হক। এর চার দিনের মাথায় তিনি আবারো ওই স্থান পরিদর্শন করেন।  

এদিকে, বুধবার রাজধানীর মোহাম্মদপুরে এক মতবিনিময় সভায় তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘যেই মাস্তানি করবে তাকেই সাইজ করে দেয়া হবে।’

উত্তর সিটি কর্পোরেশন কর্মকর্তারা জানান, আনিসুল হক অবৈধ স্থাপনা উচ্ছেদে পিছু হটবেন না। এটি তার ইজেমের প্রশ্ন। প্রয়োজেন এ কার্যক্রমে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তা চাইবেন।

এসএ/এসএইচএস/এএইচ/এমএস

আরও পড়ুন