ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মৌলভীবাজারে অক্সিজেন ও অর্থসহায়তা পরিবেশমন্ত্রীর

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৫:৪১ পিএম, ১১ জুলাই ২০২১

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিনের উদ্যোগে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসার জন্য ১৫টি অক্সিজেন সিলিন্ডার দেয়া হয়েছে।

রোববার (১১ জুলাই) সকালে পরিবেশমন্ত্রীর পক্ষে জেলার সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ ও পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. বিনেন্দু ভৌমিকের কাছে ১৫টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন।

এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজমল হোসেন, মৌলভীবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, আওয়ামী লীগের নেতাকর্মীসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এছাড়াও, পরিবেশমন্ত্রী বড়লেখায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিদের দাফনে জন্য স্বেচ্ছাসেবী সংগঠন ‘টিম ফর কোভিড ডেথ’কে ৫০ হাজার টাকা দেন। পরিবেশমন্ত্রীর নগদ আর্থিক অনুদান তাদের কজের আরো উৎসাহ যোগাবে বলে জানান টিম লিডার।

এমএসএম/এমআরএম/জেআইএম