চট্টগ্রামে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৪ জনের প্রাণহানি
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এটিই এখন পর্যন্ত চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৭১ জনে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছেন আরও ৭০৯ জন। এর মধ্য দিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ৬৫ হাজার আটজনে।
রোববার (১১ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গতকাল (শনিবার) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে দুই হাজার ৮২ জনের নমুনা পরীক্ষায় ৭০৯ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ৪১৬ জন ও উপজেলার ২৯৩ জন।
জানা যায়, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১৭৬ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ১৪২ জন ও শেভরণ হাসপাতাল ল্যাবে ৫৩ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২১ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ৩৬ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১৬ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৩৮ জন, অ্যান্টিজেন টেস্টে ২২৪ জন এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের তিনজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
মিজানুর রহমান/এআরএ