ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

‘আমাদের বাসা এখানেই, তাই মাস্ক না পরেই বাজারে এসেছি’

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২:২৩ পিএম, ০৯ জুলাই ২০২১

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না এমন নির্দেশনা দিয়ে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এমন পরিস্থিতিতেই রাজধানীর রামপুরা মোল্লাবাড়ি বাজারে প্রতিনিয়তই ভিড় দেখা যাচ্ছে অজস্র মানুষের। সেখানকার ভিড় দেখে মনে হতে পারে যেন কোনো রাজনৈতিক সমাবেশ চলছে।

সামাজিক দূরত্ব তো দূরের কথা, বাজারের অনেক ক্রেতা-বিক্রেতা মাস্কই পরেন না। দিনের পর দিন এমন অবস্থা চললেও দেখার যেন কেউ নেই। শুক্রবার (৯ জুলাই) সকালে বাজারটিতে গিয়ে দেখা যায়, মানুষের চাপে রাস্তা দিয়ে চলাচল করাই কষ্টকর। গায়ে-গায়ে ধাক্কা না খেয়ে সেখানে হাঁটা মুশকিল।

রাস্তায় যেমন ভিড়, রাস্তার পাশের সবজি, মাছ ও মুরগির দোকানগুলোতেও তেমনি ভিড়। ক্রেতারা গাদাগাদি করে দাঁড়িয়ে পণ্য কিনছেন অথবা দাম জানতে চাচ্ছেন।

মাস্ক না পরেই বাজারটিতে সবজি কিনতে আসা ফাতেমা নামের একজন বলেন, ‘আমাদের বাসা এখানেই। তাই মাস্ক না পরেই চলে এসেছি। তবে মাস্ক পরে আসা উচিত ছিল। ভুল হয়ে গেছে।’

মুরগি কিনতে আসা আলেয়া নামে আরেক ক্রেতা বলেন, ‘এ বাজারে সবসময় এমন ভিড় লেগে থাকে। বাজার করতে হলে এমন ভিড়ের মধ্যেই আসতে হবে।’

jagonews24

তিনি আরও বলেন, ‘গত বছর করোনা নিয়ে মানুষের মধ্যে প্রচণ্ড আতঙ্ক ছিল। তখনও এই বাজারে এমন ভিড় ছিল। এখন করোনা নিয়ে মানুষের মধ্যে আগের মতো আতঙ্ক নেই। তাহলে ভিড় থামাবেন কীভাবে? এ বাজারে পুলিশও খুব একটা আসে না।’

বাজারটির পাশেই বাড়ি হাসানুজ্জামানের। তিনি বলেন, ‘প্রতিদিন অসংখ্য মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। দিনের পর দিন মৃত্যুর রেকর্ড হচ্ছে। কিন্তু তারপরও মানুষের মধ্যে কোনো সচেতনতা নেই।’

তিনি আরও বলেন, ‘জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না এমন নির্দেশনা দিয়ে সরকার কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। কিন্তু এই বাজারে প্রতিদিন মানুষ গিজগিজ করে। এটা দেখার যেন কেউ নেই। তাহলে এই বিধিনিষেধ আরোপ করে কী লাভ?’

হাসানুজ্জামান মনে করেন, ‘বিধিনিষেধ দিলে তা মানার ব্যবস্থা করা উচিত। একদিকে বিধিনিষেধ দিলাম অন্যদিকে জনগণ তা মানল না, এতে কোনো লাভ হবে না। বরং এতে কিছু মানুষের কষ্ট বেড়ে যাবে। কারণ কারও আয় কমে যাবে, আবার কেউ কাজ হারাবে।’

মাস্ক না পরে বেচাকেনা করছিলেন সেখানকার ব্যবসায়ী শহিদুল। তিনি বলেন, ‘সবসময় মাস্ক পরে থাকা যায় না। আবার মাস্ক পরে কথা বললে ক্রেতারা বুঝতে পারে না। তাই কিছু সময়ের জন্য মাস্ক খুলে রেখেছি।’

বাজারের ভিড়ের বিষয়ে তিনি বলেন, ‘এই বাজারে প্রতিদিনই ক্রেতাদের আনাগোনা থাকে। আজ শুক্রবার বলে ভিড় একটু বেশি। তবে দুপুরের পর এই ভিড় থাকবে না।’

এমএএস/এসএস/জিকেএস