ডিএনসিসি করোনা হাসপাতাল : যারাই আসছেন, তারাই গুরুতর
ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালের আইসিইউতে এখন ১৩৯ জন ভর্তি আছেন বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক এ কে এম নাসির উদ্দিন। বৃহস্পতিবার (৮ জুলাই) জাগো নিউজকে এই তথ্য জানান তিনি।
ওই হাসপাতালে করোনা চিকিৎসার সার্বিক ব্যবস্থা তুলে ধরে নাসির উদ্দিন বলেন, ‘আজ বৃহস্পতিবার পর্যন্ত হাসপাতালে ৪০৯ জন করোনা রোগী ভর্তি আছেন। এর মধ্যে ১৩৯ জন আইসিইউতে ভর্তি আছেন। বাকিরা এইচডিইউতে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে গতকাল বুধবার আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ১০ জন মারা গেছেন।’
তিনি বলেন, ‘গতকাল এই হাসপাতালে ৭০ জন করোনা রোগী ভর্তি হয়েছেন। তাদের প্রায় সবার অবস্থাই আশঙ্কাজনক। হাসপাতালে তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।’
ঢাকার চেয়ে অন্যান্য জেলার করোনা রোগী এই হাসপাতালে বেশি ভর্তি হয়েছেন জানিয়ে এ কে এম নাসির উদ্দিন বলেন, ‘যারাই হাসপাতালে ভর্তি হচ্ছেন, তারা খুবই সিরিয়াস অবস্থায় আসছেন। অনেক সময় আমাদেরও কিছু করার থাকে না।’ এ অবস্থায় চলমান লকডাউনে সবাইকে ঘরে থাকার আহ্বান জানান নাসির উদ্দিন।
এমএমএ/ইএ
সর্বশেষ - জাতীয়
- ১ বায়ুদূষণ নিয়ন্ত্রণে টাস্কফোর্স গঠন হবে: পরিবেশ উপদেষ্টা
- ২ আহতদের চিকিৎসায় আড়াই কোটি টাকা দেওয়ার আশ্বাস সমাজকল্যাণ উপদেষ্টার
- ৩ পাঁচ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ৭৯ হাজার টাকা জরিমানা চসিকের
- ৪ আনসারের পদোন্নতিপ্রাপ্ত ১৮ কর্মকর্তাকে র্যাংক ব্যাজ পরালেন ডিজি
- ৫ আর্চওয়ে দিয়ে চার্চে প্রবেশ, আতশবাজি-ফানুস ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ