ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

যানজট কমাতে তেজগাঁওয়ে ৩২ কি.মি লুপ হবে

প্রকাশিত: ০৮:৩৬ এএম, ০৯ ডিসেম্বর ২০১৫

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক বলেছেন, রাজধানীর তেজগাঁও এলাকায় যানজট কমাতে ৩২ কিলোমিটার জুড়ে ইউলুপ হবে। এই পুরো রাস্তায় যানবাহন শুধু চলাচল করবে, দাঁড়াতে পারবে না।

বুধবার মোহাম্মদপুরস্থ সূচনা কমিউনিটি সেন্টারে আয়োজিত এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন মেয়র।

সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, জনগণের চলাচলে ফুটপাত দখলমুক্ত করণ, মাদক-সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে সিটি কর্পোরেশনের সহযোগিতায় এ মত বিনিময়ের আয়োজন করা হয়।

মেয়র আনিসুল হক বলেন, রাজধানীতে আরও ৩২ কিলোমটির জুড়ে এ ও বি ক্যাটাগরিতে এ সব ইউলুপ হবে। এ সব ইউলুপ তৈরির কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। আগামী জুন মাস নাগাদ এর কাজ শেষ হবে। এতে করে যানজট অনেক কমে যাবে।

এসময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লে. কর্ণেল (অব:) মো. ফারুক খান, ডিএমপি’র তেজগাঁও বিভাগের এডিসি ওয়াহেদুল ইসলাম, এডিসি (ট্রাফিক) সাইফুল হক, শেরে বাংলা নগর থানা, আদাবর ও মোহাম্মদপুর থানার ওসি, স্থানীয় কাউন্সিল ও নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ।

জেইউ/এআরএস/পিআর