ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

চাঁদা না দেয়ায় রাজধানীতে ব্যবসায়ীকে পিটিয়ে আহত

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৩৩ পিএম, ০৬ জুলাই ২০২১

চাঁদা না দেয়ায় রাজধানীতে উজ্জ্বল হোসেন (২১) নামে এক ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও কুকুর দিয়ে কামড়িয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৬ জুলাই) বিকেল ৩টার দিকে পূর্ব জুরাইন মেডিকেল এলাকার বিক্রমপুর প্লাজার পিছনে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় উজ্জ্বল হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

আহত উজ্জ্বলের গ্রামের বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জ ইস্টার্ন বাজার এলাকায়। তিনি পূর্ব জুরাইনে ভাড়া বাড়িতে থাকতেন।

আহতের বাবা রফিকুল ইসলাম বলেন, ‘আমার ছেলে ওই এলাকায় ফেরি করে ব্যবসা করে। এর আগে এলাকার স্থানীয় সন্ত্রাসীরা তার কাছ থেকে ১০ হাজার টাকা চাঁদা নেয়। পরে আবার টাকা চাইলে উজ্জ্বল দিতে অস্বীকৃতি জানায়। এ সময় অনিক, মাহাবুব ও জাকিরসহ ৮-১০ জন মিলে উজ্জ্বলকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও কুকুর দিয়ে কামড়িয়ে জখম করে। পরে আমি থানায় গিয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসে।’

কদমতলী থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শিহাব উদ্দিন বলেন, ‘আহতের বাবা রফিকুল ইসলাম থানায় এসে অভিযোগ করেন। আমরা আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। ঢামেকের জরুরি বিভাগ চিকিৎসাধীন তিনি। বিষয়টি খতিয়ে দেখছি।’

জেডএইচ/এমএস