ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বরিশাল বিভাগে করোনা শনাক্তের হার সবচেয়ে বেশি

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৭:৩১ পিএম, ০৬ জুলাই ২০২১

গত ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগের মধ্যে বরিশাল বিভাগে করোনা রোগী শনাক্তের হার ৫২ শতাংশ ছাড়িয়েছে।

একদিনে এ বিভাগে ৮৭৪টি নমুনা পরীক্ষায় ৪৫৯ জন রোগী শনাক্ত হয়। নমুনা পরীক্ষার হিসেবে শনাক্তের হার ৫২ দশমিক ৫১ শতাংশ।

মঙ্গলবার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অন্যান্য বিভাগের মধ্যে শনাক্তের হার ঢাকায় ৩১ দশমিক ০৯ শতাংশ, ময়মনসিংহ ২৩ দশমিক ৬৫, চট্টগ্রামে ৩১ দশমিক ৭৮, রাজশাহী ২৩ দশমিক ২৮, রংপুর ৩৬ দশমিক ৭৬ শতাংশ, খুলনা ৩৬ দশমিক ৭৭ শতাংশ এবং সিলেটে ৩৫ দশমিক ৪০ শতাংশ।

এদিকে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১১ হাজার ৫২৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। যা এ যাবতকালে একদিনে দেশে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ লাখ ৬৬ হাজার ৪০৬ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশের মোট ৬০৫টি সরকারি-বেসরকারি ল্যাবরেটরিতে ৩৮ হাজার ৩৯টি নমুনা সংগ্রহ ও ৩৬ হাজার ৬৩১টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষা হিসেবে রোগী শনাক্তের হার ৩১ দশমিক ৪৬ শতাংশ।

এদিকে গত একদিনে সারাদেশে আরও ১৬৩ জনের মৃত্যু হয়েছে, যা দ্বিতীয় সর্বোচ্চ। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ হাজার ৩৯২ জনে। এর আগে গতকাল সোমবার করোনায় ১৬৪ জনের মৃত্যু হয়েছিল।

দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ৬ জুলাই পর্যন্ত সর্বমোট ৬৭ লাখ ৯৪ হাজার ১৯৩টি নমুনা পরীক্ষা করা হয়। মোট নমুনা পরীক্ষা হিসেবে রোগী শনাক্তের হার ১৪ দশমিক ২২ শতাংশ।

এমইউ/জেডএইচ/এমকেএইচ