হাসপাতালের ওয়ার্ডবয় এমবিবিএস চিকিৎসক!
চট্টগ্রাম নগরের আকবরশাহ থানা এলাকা থেকে ডা. খোরশেদ আলম (৪২) নামে এক ‘ভুয়া চিকিৎসক’কে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ জুলাই) দুপুর দেড়টার দিকে থানার কাট্টলী এলাকার একটি চেম্বার থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, খোরশেদ আলমের গ্রামের বাড়ি কক্সবাজারের রামু উপজেলায়। তিনি এক সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ার্ডবয় হিসেবে কাজ করতেন। আটকের সময় তার কাছ থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের একাধিক সনদ উদ্ধার করা হলেও তার কোনোটির সত্যতা পাওয়া যায়নি। কিন্তু খোরশেদ এমবিবিএস, বিসিএস, নিউরোলজি, নিউরোমেডিসিন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে পরিচয় দিতেন।
আকবরশাহ থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘গোপন সূত্রে সংবাদ পেয়ে মঙ্গলবার দুপুরে কাট্টলী এলাকা থেকে ভুয়া এমবিবিএস ডিগ্রিধারী এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রতারণা মামলা দায়ের প্রক্রিয়াধীন।’
মিজানুর রহমান/জেডএইচ/এমকেএইচ