ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

প্রধানমন্ত্রীর লন্ডন ও ইতালি সফর বাতিল

প্রকাশিত: ০৩:১০ এএম, ১৪ নভেম্বর ২০১৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাজ্য ও ইতালি সফর বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সফর বাতিলের বিষয়টি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়। আগামী ১৬ থেকে ২০ নভেম্বর এই সফর হওয়ার কথা ছিল।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্দি-জ্বরে ভুগছেন এবং চিকিৎসকরা তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। এ কারনেই যুক্তরাজ্য ও ইতালি সফর বাতিল করা হয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

সকালে প্রধানমন্ত্রীর যুক্তরাজ্য ও ইতালি সফর উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রীর প্রেস ব্রিফিংও করার কথা ছিল। কিন্তু হঠাৎ করে ব্রিফিংটি স্থগিত করা হয়।

জানা যায়, যুক্তরাজ্যের স্বনামধন্য ডিবেটিং সোসাইটি অক্সফোর্ড ইউনিয়নের প্রেসিডেন্ট লিসা ওয়েডেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চলতি অধিবেশনেই বক্তৃতা দেয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন। মূলত সেখানে অংশ নিতেই প্রধানমন্ত্রীর যুক্তরাজ্য সফরসূচি নির্ধারিত হয়। এর আগে ২০১১ সালে প্রথম বাংলাদেশি প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা অক্সফোর্ড ইউনিয়নে শান্তি বিষয়ে বক্তব্য রেখেছিলেন।

প্রধানমন্ত্রীর যুক্তরাজ্য সফরের পর ইতালির রাজধানী রোমে আগামী ১৯ থেকে ২০ নভেম্বর অনুষ্ঠেয় পুষ্টিবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেয়ার কর্মসূচি নির্ধারিত ছিল। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) এই সম্মেলনের আয়োজন করেছে।