ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

লকডাউনে অসহায়-দুস্থদের পাশে পুনাক সভানেত্রী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:০৩ পিএম, ০৫ জুলাই ২০২১

নেই কোনো আয়োজন, নেই আনুষ্ঠানিকতাও। একেবারেই ব্যতিক্রম। গতানুগতিকতার গণ্ডি থেকে বেরিয়ে দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। লকডাউন চলাকালে প্রথমবারের মতো এ ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন পুনাক সভানেত্রী জীশান মির্জা।

সোমবার (৫ জুলাই) পুলিশ সদরদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর বিধি-নিষেধ চলাকালে অসহায় ও দুস্থ মানুষের মাঝে রোববার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় খাবার বিতরণ করেছেন পুনাক নেতা ও সদস্যরা। পুনাক সভানেত্রী অন্যান্য নেতাদের সঙ্গে নিয়ে রাত ১০টায় রাস্তায় বেরিয়ে পড়েন।

jagonews24

গভীর রাত পর্যন্ত রাজধানীর রাজারবাগ, শাজাহানপুর, কমলাপুর, গুলিস্তান, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, বাংলামোটরসহ অন্যান্য স্থানে গরিব, অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেন। এসময় পুনাক সভানেত্রীসহ অন্যান্য নেতা অসহায় মানুষদের খোঁজ-খবর নেন।

বর্তমান সভানেত্রী দায়িত্ব গ্রহণের পর থেকেই ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে পুনাক।

টিটি/এএএইচ/এমএস