ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বিএসএফ`র সঙ্গে পতাকা বৈঠক হয়নি

প্রকাশিত: ১২:৩১ পিএম, ১৩ জুলাই ২০১৪

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার ঘটনায় পতাকা বৈঠক হয়নি। এ দুই গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী রক্ষী বাহিনী-বিএসএফ। আটককৃতদের ছাড়িয়ে নিতে বিএসএফ’র সঙ্গে বিজিবির দুপুর ২টায় পতাকা বৈঠকের কথা থাকলেও তা অনুষ্ঠিত হয়নি।

জয়পুরহাট-৩ ব্যাটালিয়ন বডার গার্ড-বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আব্দুর রাজ্জাক তরফদার জানান, রোববার ভোর ৪টার দিকে পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তের উচনা-সোনাতলা গ্রামের ২৮০/৫ নম্বর সাব পিলার সংলগ্ন এলাকায় ভারত থেকে গরু আনার সময় দুই বাংলাদেশি গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে যায় বিএসএফ। ওই দুই গরু ব্যবসায়ীরা হলেন, একই উপজেলার উচনা গ্রামের মৃত জহির উদ্দীনের ছেলে আলম হোসেন ও শ্রীমন্তপুর গ্রামের ভুদার উদ্দীনের ছেলে শফিকুল ইসলাম।

আটককৃতদের ফেরত চেয়ে বিজিবি’র পক্ষ থেকে বিএসএফকে পতাকা বৈঠকের প্রস্তাব দেওয়া হয়। বিএসএফ (রোববার) দুপুর ২টায় পার্শ্ববর্তী কড়িয়া সীমান্তে পতাকা বৈঠকে বসতে সম্মত হলেও রিপোর্ট লেখা পর্যন্ত তারা (বিএসএফ) পতাকা বৈঠকে যোগ দিতে আসেনি।