ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

নাগরদোলা দেখতে গিয়ে ম্যানহোলে পড়ে শিশু নিরব

প্রকাশিত: ০১:৩৬ পিএম, ০৮ ডিসেম্বর ২০১৫

রাজধানীর শ্যামপুরের বরইতলার পাশে নাগরদোলা দেখতে গিয়ে ম্যানহোলে পড়ে যায় শিশু নিরব। মঙ্গলবার বিকেল ৪টায় এ ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শিশু নিরবকে (৫) উদ্ধারে খোলা হচ্ছে ঘটনাস্থল থেকে স্লুইস গেইট পর্যন্ত থাকা মোট ১৮টি ম্যানহোল। এর আগে বেশ কয়েকবার ম্যানহোলে প্রবেশ করেও শিশু নিরবের কোনো খোঁজ না পাওয়া এ সিদ্ধান্ত নিয়েছে উদ্ধার অভিযানে নিয়োজিত ফায়ার সার্ভিসের ইউনিট।

প্রত্যক্ষদর্শীরা আরো জানান, ম্যানহোলের পাইপ সরু হওয়ায় ও পানির বেশ স্রোত থাকায় সেখানে কেউ নামতে পারছেন না।

শিশু নিরবের বাবার নাম রেজাউল। তার গ্রামের বাড়ি মাদারীপুর জেলার কালকিনী উপজেলার বনগ্রামে। রেজাউল দেশের শীর্ষস্থানীয় বহুজাতিক শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল চাকরি করেন।

আরএস/এএইচ

  

আরও পড়ুন