ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

প্রবাসীদের জন্য অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালাচ্ছে ইউএস-বাংলা

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৫:০৭ পিএম, ০৩ জুলাই ২০২১

কঠোর বিধিনিষেধ মেনে সারাদেশে লকডাউনের মধ্যেই ইউএস-বাংলা এয়ারলাইন্স অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করছে। কেবল বিদেশফেরত ও বিদেশগামী যাত্রীদের সেবার জন্য আগামী ৭ জুলাই পর্যন্ত ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, যশোর, সৈয়দপুর ও কক্সবাজার রুটে এই ফ্লাইট চলবে।

এছাড়া আন্তর্জাতিক রুটে চলাচলকারী যাত্রীদের সেবা দেয়ার জন্য ইউএস-বাংলা এয়ারলাইন্স সরকারের বিধিনিষেধসহ সব ধরনের স্বাস্থ্য সতর্কতামূলক নির্দেশনা পালন করে ফ্লাইট পরিচালনা করছে।

শনিবার (৩ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় ইউএস-বাংলা কর্তৃপক্ষ।

এতে বলা হয়, লকডাউন চলাকালে ইউএস-বাংলা ঢাকা থেকে প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট, দুপুর ২টা ৫০ মিনিট ও বিকেল ৫টা ৩০ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাচ্ছে। আবার চট্টগ্রাম থেকে বেলা ১১টা ৫০ মিনিট, বিকেল ৪টা ১০ মিনিট ও সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে আসছে।

প্রবাসী যাত্রীদের চলাচলের সুবিধার্থে প্রতিদিন ঢাকা থেকে সিলেট, সৈয়দপুর ও কক্সবাজারে উদ্দেশে দুপুর ১টায়, যশোরে দুপুর ১২টা ৩০ মিনিটে ছেড়ে যাচ্ছে। সিলেট থেকে দুপুর ২টা ২০ মিনেটে, যশোর থেকে দুপুর ১টা ৪০ মিনিটে, সৈয়দপুর ও কক্সবাজার থেকে দুপুর ২টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে আসছে।

কেবল বিদেশগামী ও বিদেশফেরত যাত্রীদের কাছে টিকিট থাকা সাপেক্ষে অভ্যন্তরীণ রুটে চলাচলের সুযোগ থাকছে।

উল্লেখ্য, ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে দোহা, মাস্কাট, সিঙ্গাপুর, দুবাই, গুয়াংজু রুটে ফ্লাইট পরিচালনা করছে।

লকডাউন চলাকালে অভ্যন্তরীণ রুটের ফ্লাইট সম্পর্কে জানতে ০১৭৭৭৭৭৭৮০০-৬ অথবা ১৩৬০৫ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

এমইউ/এমআরআর/এএসএম