ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ঢাকার পথে সিনোফার্মের ২০ লাখ টিকা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১:০৪ পিএম, ০২ জুলাই ২০২১

চীন থেকে বাণিজ্যিকভাবে ক্রয় করা সিনোফার্মের ২০ লাখ ডোজ টিকার চালান ঢাকার পথে রওনা দিয়েছে।

শুক্রবার (২ জুলাই) বাংলাদেশের চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন এ তথ্য জানান।

চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান জানান, চীন থেকে কেনা সিনোফার্মের ২০ লাখ টিকা শুক্রবার (২ জুলাই) রাত পৌনে ৯টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বেইজিং এয়ারপোর্ট থেকে রওনা দিয়েছে। শুক্রবার দিবাগত রাত ১টায় ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে বলে আশা করা যায়।

jagonews24

এর আগে বাংলাদেশকে দুই দফায় ১১ লাখ ডোজ টিকা উপহার দিয়েছে চীন। প্রথম দফায় গত ১২ মে চীন বাংলাদেশকে সিনোফার্মের পাঁচ লাখ ডোজ টিকা উপহার দেয়। দ্বিতীয় দফায় দেয় ছয় লাখ ডোজ টিকা।

এআরএ