ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

কাল থেকে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৩২ পিএম, ৩০ জুন ২০২১

বাংলাদেশ সরকার ঘোষিত কঠোর লকডাউনের পরিপ্রেক্ষিতে এ দেশে অবস্থিত সব ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বৃহস্পতিবার (১ জুলাই) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।

বুধবার (৩০ জুন) ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত লকডাউনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সব ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র ১ জুলাই থেকে পরবর্তী বিজ্ঞপ্তি না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। তবে জরুরি ভ্রমণের আবেদনসমূহ লকডাউনের সময়ও বিবেচিত হবে।

জরুরি ভ্রমণ, বিশেষত চিকিৎসা সংক্রান্ত ভ্রমণের জন্য যেকোনো প্রয়োজনে [email protected] এই ঠিকানায় ই-মেইলের মাধ্যমে অথবা ০৯৬১২৩৩৩৬৬৬ ও ০৯৬১৪৩৩৩৬৬৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

এমআরআর/এএসএম