বিএনসিসির ওয়েবসাইট-ডাটাবেজ উদ্বোধন
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) -এর ওয়েবসাইট ও ডাটাবেজের উদ্বোধনী অনুষ্ঠান আজ বুধবার (৩০ জুন) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল প্রধান অতিথি হিসেবে বিএনসিসি ওয়েবসাইট ও ডাটাবেজের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান এবং প্রতিরক্ষা মন্ত্রালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ওয়েবসাইটে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে বিএনসিসির বিভিন্ন জনহিতকর কার্যক্রম প্রচারের পাশাপাশি বিএনসিসি ক্যাডেটদের বিভিন্ন প্রশিক্ষণ, সামাজিক কর্মকাণ্ড ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম নিয়মিতভাবে আপডেট করা হবে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
এমএইচআর/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ নতুন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে হবে
- ২ যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফলে আমাদের সম্পর্কে প্রভাব পড়বে না
- ৩ ধানমন্ডিতে শ্রবণ প্রতিবন্ধী শিশুদের জন্য স্বাস্থ্য ক্যাম্প
- ৪ কচুক্ষেতে পরিকল্পিতভাবে সেনাবাহিনীর গাড়িতে আগুন, গ্রেফতার আরও ৫
- ৫ ‘দুর্যোগে ক্ষয়ক্ষতি কমানোর ওপর গুরুত্ব দিতে হবে’