ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

শ্রম আপিল ট্রাইব্যুনালের নতুন চেয়ারম্যান এম ফারুক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২:৪২ পিএম, ২৯ জুন ২০২১

শ্রম আপিল ট্রাইব্যুনালের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি মো. ফারুক (এম. ফারুক)।

‘বাংলাদেশ শ্রম আইন, ২০০৬’ অনুযায়ী তাকে ২ বছরের জন্য এই নিয়োগ দিয়ে মঙ্গলবার (২৯ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের এম ফারুক এই নিয়োগ পেয়েছেন। তিনি হাইকোর্ট বিভাগের বিচারকের মর্যাদা ও আর্থিক সুবিধা পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

গত ২০ ফেব্রুয়ারি শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়াররম্যান বিচারপতি মো. আব্দুল হাই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। এরপর থেকে ট্রাইব্যুনালের সদস্য (জেলা জজ) মোসাম্মাৎ জাকিয়া পারভীন চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন। গত ১৭ জুন জাকিয়াকেও বদলি করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অপর আদেশে মং এ খেনকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগে শর্তে ৩ বছরের জন্য কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক নিয়োগ দেয়া হয়েছে।

আরএমএম/জেএইচ/এমকেএইচ