ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

‘ঝুঁকিপূর্ণ ৫১ জেলায় র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট অতীব জরুরি’

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৪:৩৬ পিএম, ২৮ জুন ২০২১

দেশে করোনা সংক্রমিত ঝুঁকিপূর্ণ ৫১ জেলায় র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট অতীব জরুরি মন্তব্য করে এসব জেলায় টেস্ট বাড়ানোর আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র ও পরিচালক (অসংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. রোবেদ আমিন।

সোমবার (২৮ জুন) স্বাস্থ্য অধিদফতরের কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে বক্তব্যকালে তিনি এ আহ্বান জানান।

ডা. রোবেদ আমিন বলেন, সংক্রমিত জেলার কেউ জ্বর বা জ্বর সংক্রান্ত অন্য কোনো সমস্যায় ভুগলে তার র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট অতীত জরুরি। করোনা পজিটিভ না হলেও নন-করোনা চিকিৎসার জন্যও এ টেস্ট দরকার।

তিনি আরও বলেন, গত ১৯ জুন থেকে ২৬ জুন যেসব অ্যান্টিজেন টেস্ট করা হয়েছে তাতে পজিটিভের সংখ্যা আগের চেয়ে ২৪ শতাংশ বেশি। কিন্তু দেখা গেছে অধিক সংক্রমিত ১৮ জেলার ১৯০টি উপজেলায় র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের সংখ্যা তুলনামূলক কম।

এমইউ/বিএ/এমএস