ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মগবাজারের ঘটনায় দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার দাবি

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ১২:৪২ পিএম, ২৮ জুন ২০২১

রাজধানীর ব্যস্ততম মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় বিস্ফোরণের ঘটনায় দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার দাবি উঠেছে জাতীয় সংসদে। এছাড়া যারা মারা গেছেন দায়ীদের পক্ষ থেকে তাদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়েছে। অন্যদিকে এর দায় সরকারকেই নিতে হবে বলেও বিএনপির একজন সংসদ সদস্য দাবি করেছেন।

সোমবার (২৮ জুন) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে একথা বলেন তারা। এর আগে বেলা ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। এসময় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা সংসদে উপস্থিত ছিলেন।

আলোচনার শুরুতেই জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু বলেন, মগবাজারের দুর্ঘটনায় ছয়জন মারা গেছেন। অনেকে হাসপাতালে ভর্তি। ঢাকা শহরে যে সব হোটেল বা রেস্টুরেন্ট আছে এগুলোতে যে গ্যাস স্টোভ ইউজ হয় সেই গ্যাসের স্টোভ বা সিলিন্ডারগুলো কখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরিদর্শনের মাধ্যমে ইন্সস্পেকশন করা হয় কিনা এ প্রশ্নটা সামনে আসছে। কারণ আমরা দেখেছি বিভিন্ন প্রাইভেট গাড়িতে যে সব গ্যাস সিলিন্ডার রয়েছে সেগুলো ব্লাস্ট হওয়ার কারণে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে এবং অনেক মানুষ মারা যাচ্ছে।

তিনি বলেন, আমি জ্বালানি প্রতিমন্ত্রীকে অনুরোধ করবো এই যে ঘটনাটা গত রাতে ঘটলো এটা আসলেই যদি গ্যাসের কারণে হয় তাহলে কি কারণে? এখানে গ্যাসের যে এত বড় একটা স্টোর ছিল এটা কি কোনো সময় ইন্সস্পেকশন করা হয়েছিল? এমনকি সারাদেশে যে সব জায়গায় গ্যাসের সিলিন্ডার স্টোর করা হয় প্রয়োজনীয় ইন্সপেকশন হয় কিনা? এগুলো যেন ইন্সস্পেকশন করা হয়। কারণ কাল রাতে যে দুর্ঘটনা ঘটলো এর কারণটা, এর প্রতিকার এবং এত মানুষ মারা গেল এতে কি কোনো ক্ষতিপূরণ দেয়া হবে? যেসব হোটেল রেস্টেুরেন্টের কারণে এ ঘটনা ঘটছে তাদের ক্ষতিপূরণ দিতে বাধ্য করা হবে কিনা? এ বিষয়ে একটি বিবৃতি দিতে মাননীয় প্রতিমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি।

এরপর বিএনপি’র সংসদ সদস্য হারুন উর রশিদ বলেন, আমরা দীর্ঘদিন উদ্বেগের সাথে লক্ষ্য করছি এসব ঘটনা ঘটছে। গত বছর নারায়ণগঞ্জের মসজিদে নামাজরত অবস্থায় প্রায় ৪০ জন মানুষ মারা গেছেন, অনেকে আহত হয়েছেন। তাদের দীর্ঘদিন চিকিৎসা নিতে হয়েছে। গতকাল রাজধানীর মগবাজারের মতো ব্যস্ততম এলাকায় যে দুর্ঘটনাটা ঘটেছে এর দায় সরকারকে নিতে হবে। এখানে (সংসদে) বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নেই।

তিনি বলেন, যত্রতত্র এভাবে রেস্টুরেন্ট উঠছে সেগুলোর সেফটি আছে কিনা? আমরা বিভিন্ন দেশ ঘুরে দেখি সেখানে লেখা থাকে-সেফটি ফার্স্ট। কিন্তু বাংলাদেশের কী অবস্থা? আজকে বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণ হয়ে লোক মারা যাচ্ছে। এ কাজগুলো তো বিদ্যুৎ বিভাগের। তাদের তো জবাবদিহিতার আওতায় আসতে হবে। রাজধানীর মতো একটি জায়গায় যদি এরকম একটি ঘটনা ঘটে...। সেখানে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। কী ভয়াবহ। কী একটা অবস্থা। সেখানে অনেকগুলো বাড়ি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। এটার দায় কে নেবে? এখানে মাননীয় প্রধানমন্ত্রী আছেন- আমি বিষয়টি অনুরোধ করবো বিদ্যুৎ বিভাগকে কঠোরভাবে নির্দেশ দিতে হবে। যারা বাসাবাড়িতে অবৈধ বিদ্যুৎ সংযোগ নিচ্ছে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করলে প্রতিনিয়ত মানুষ মরবে। এখানে মাননীয় সংসদ নেতা আছেন তার দৃষ্টি আকর্ষণ করছি।

এইচএস/এসএইচএস/এমকেএইচ

টাইমলাইন

  1. ০৭:৪৩ পিএম, ০৪ জুলাই ২০২১ ৯ ঘণ্টা পর মগবাজার বিস্ফোরণস্থল থেকে বন্ধ হলো গ্যাস লিকেজ
  2. ০৩:৩৪ পিএম, ০১ জুলাই ২০২১ মগবাজার বিস্ফোরণে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু
  3. ০৯:০২ এএম, ০১ জুলাই ২০২১ মগবাজারে বিস্ফোরণ : এবার মারা গেলেন এক ভ্যানচালক
  4. ১০:০৭ পিএম, ৩০ জুন ২০২১ সুশাসন প্রতিষ্ঠা ছাড়া বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড এড়ানো সম্ভব নয়
  5. ০২:৫৭ পিএম, ৩০ জুন ২০২১ মগবাজারে বিস্ফোরণ : কেয়ারটেকারসহ দুইজনের ময়নাতদন্ত সম্পন্ন
  6. ০৮:২০ এএম, ৩০ জুন ২০২১ মগবাজারে বিস্ফোরণ : আরও একজনের মৃত্যু
  7. ০৭:০৭ পিএম, ২৯ জুন ২০২১ ‘ড্রেন খনন-ত্রুটিপূর্ণ গ্যাস-বিদ্যুৎ ব্যবস্থায় মগবাজারে বিস্ফোরণ’
  8. ০৪:০২ পিএম, ২৯ জুন ২০২১ বিস্ফোরণের ৪৪ ঘণ্টা পর ভবনের কেয়ারটেকারের মরদেহ উদ্ধার
  9. ০৩:২৮ পিএম, ২৯ জুন ২০২১ মগবাজারে বিস্ফোরণ : ঢামেকে চিকিৎসাধীন তিনজন শঙ্কামুক্ত
  10. ১২:৪৯ পিএম, ২৯ জুন ২০২১ মগবাজার বিস্ফোরণ : ছবি নিয়ে কেয়ারটেকারকে খুঁজে ফিরছেন মেয়ে
  11. ০৭:০১ পিএম, ২৮ জুন ২০২১ মগবাজারে বিস্ফোরণ : পুলিশের ৭ সদস্যের তদন্ত কমিটি
  12. ০৫:৩৫ পিএম, ২৮ জুন ২০২১ ‘সঠিক নজরদারি না থাকলে এমন ঘটনা ঘটতেই থাকবে’
  13. ০৫:২০ পিএম, ২৮ জুন ২০২১ মগবাজারে বিস্ফোরণে নিহতদের মধ্যে ৪ জনের ময়নাতদন্ত সম্পন্ন
  14. ০৩:৩২ পিএম, ২৮ জুন ২০২১ মগবাজারের ক্ষতিগ্রস্ত ভবনটি আর ব্যবহার করা যাবে না
  15. ০২:৩৬ পিএম, ২৮ জুন ২০২১ মগবাজারে বিস্ফোরণ : আলামত সংগ্রহ করছে সিআইডি-ফায়ার সার্ভিস
  16. ০১:৫০ পিএম, ২৮ জুন ২০২১ ‘সাধারণ বিস্ফোরণে এত ক্ষয়ক্ষতি হয় না’
  17. ১২:৪২ পিএম, ২৮ জুন ২০২১ মগবাজারের ঘটনায় দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার দাবি
  18. ১২:১৯ পিএম, ২৮ জুন ২০২১ মগবাজার বিস্ফোরণে ইসলামিক অনুষ্ঠান উপস্থাপকের মৃত্যু
  19. ১১:১৭ এএম, ২৮ জুন ২০২১ মগবাজার বিস্ফোরণের ঘটনাস্থলে আইজিপি
  20. ০৯:৩৭ এএম, ২৮ জুন ২০২১ মগবাজারে বিস্ফোরণ : বিকট শব্দ শুনে ছোটাছুটি করতে থাকে মানুষ
  21. ০৫:২৭ এএম, ২৮ জুন ২০২১ মগবাজার বিস্ফোরণ : চার সদস্যের তদন্ত কমিটি গঠন
  22. ০২:৫২ এএম, ২৮ জুন ২০২১ ভবনের নিরাপত্তা মালিককেই নিশ্চিত করতে হবে : আতিকুল
  23. ০২:১৪ এএম, ২৮ জুন ২০২১ মগবাজারে বিস্ফোরণে আহত সাংবাদিক মাহমুদ মেনন-পলাশ মাহবুব
  24. ০২:০৭ এএম, ২৮ জুন ২০২১ বিস্ফোরণের সাড়ে চার ঘণ্টা পর মগবাজারে যান চলাচল শুরু
  25. ০১:৪৩ এএম, ২৮ জুন ২০২১ মগবাজারে বিস্ফোরণের পর ‘উৎকণ্ঠিত’ জনতার ভিড়
  26. ০১:২২ এএম, ২৮ জুন ২০২১ মগবাজারে বিস্ফোরণ : মোট ১৪ ভবন ক্ষতিগ্রস্ত
  27. ১২:৫৩ এএম, ২৮ জুন ২০২১ ‘শর্মা হাউসে জমে থাকা গ্যাস থেকেই বিস্ফোরণের সূত্রপাত হতে পারে’
  28. ১২:৩৯ এএম, ২৮ জুন ২০২১ বিস্ফোরণ : ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসা না পাওয়ার অভিযোগ!
  29. ১২:৩৫ এএম, ২৮ জুন ২০২১ ব্লাস্ট-সাউন্ড ওয়েভে পাশের ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে : ফায়ার ডিজি
  30. ১১:৫১ পিএম, ২৭ জুন ২০২১ মগবাজারের বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত চলন্ত ৩ বাস, বেশিরভাগ যাত্রী আহত
  31. ১১:৪১ পিএম, ২৭ জুন ২০২১ মগবাজারে বিস্ফোরণের ঘটনায় নিহত বেড়ে ৭
  32. ১১:২৮ পিএম, ২৭ জুন ২০২১ নাশকতা নয়, গ্যাস থেকে বিস্ফোরণ মগবাজারে : ডিএমপি কমিশনার
  33. ১০:৪৯ পিএম, ২৭ জুন ২০২১ বিস্ফোরণে আহত ১৭ জন বার্ন ইউনিটে, আশঙ্কাজনক ৩
  34. ১০:৩০ পিএম, ২৭ জুন ২০২১ বিস্ফোরণ : মগবাজারের ভবনটি যেকোনো সময় ধসে পড়তে পারে
  35. ০৯:২৮ পিএম, ২৭ জুন ২০২১ মগবাজারে বিকট শব্দে বিস্ফোরণ, তিনতলা ভবন বিধ্বস্ত
  36. ০৯:১৫ পিএম, ২৭ জুন ২০২১ মগবাজারে বিস্ফোরণে নিহত ৬
  37. ০৮:৩৬ পিএম, ২৭ জুন ২০২১ মগবাজারে বিকট শব্দে বিস্ফোরণ