ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সোমবার থেকে সব অফিস ও গাড়ি চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৫০ পিএম, ২৫ জুন ২০২১

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগামী সোমবার (২৮ জুন) থেকে ৪ জুলাই পর্যন্ত সারাদেশে কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার।

কঠোর লকডাউন চলাকালে সব ধরনের সরকারি–বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি পণ্যবাহী গাড়ি ছাড়া সব ধরনের পরিবহন চলাচলও বন্ধ থাকবে। শুধু অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে যানবাহন চলাচল করতে পারবে।

শুক্রবার (২৫ জুন) রাতে প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘২৮ জুন থেকে জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি, বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি পণ্যবাহী যান ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে ব্যবহৃত যানবাহন চলাচল করতে পারবে।’

প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার আরও বলেন, ‘জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবেন না। গণমাধ্যম লকডাউনের আওতা বহির্ভূত থাকবে।’

তবে কঠোর লকডাউনের বিষয়ে আরও বিস্তারিত তুলে ধরে শনিবার (২৬ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানান প্রধান তথ্য কর্মকর্তা।

আরএমএম/এএএইচ/এএসএম