ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

কিবরিয়া হত্যা মামলায় বাবর-হারিছসহ আসামি ৩৫

প্রকাশিত: ১২:৩১ পিএম, ১৩ নভেম্বর ২০১৪

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও বিএনপি নেতা হারিছ চৌধুরীসহ ৩৫ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দিয়েছে পুলিশ। বুধবার মামলার পঞ্চম তদন্তকারী কর্মকর্তা সিলেট অঞ্চলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেরুন্নেসা পারুল হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে এই অভিযোগপত্র দাখিল করেন।

অভিযোগপত্রে হবিগঞ্জের সাবেক মেয়র গোলাম কিবরিয়া গউস, মওলানা তাজউদ্দিনের ভগ্নিপতি হাফেজ মো. ইয়াহিয়াসহ আবু বকর ওরফে করিম, দেলোয়ার হোসেন রিপন, শেখ ফরিদ, আবদুল জলিল ও মওলানা ‌শেখ আবদুস সালামকেও আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে বোমা হামলা ও হত্যার অভিযোগ আনা হয়েছে।

এর আগে ২০০৫ সালের ১৯ মার্চ প্রথম দফায় ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। দ্বিতীয় দফায় আসামির সংখ্যা ১৬ জন বাড়িয়ে ২০১১ সালের ২০ জুন ২৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। এদের মধ্যে দুজন ভারতে মারা যান। এবার তৃতীয় দফায় আসামির সংখ্যা আরও নয়জন বাড়ানো হলো। সে হিসাবে এ মামলায় মোট ৩৫ জনকে আসামি করা হয়েছে।