ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

দূষণমুক্ত ঢাকা সিটি বিনির্মাণে ঢাকা কলিং

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৪৬ পিএম, ২৪ জুন ২০২১

ইউএসএইড ও এফসিডিওর আর্থিক পৃষ্ঠপোষকতা এবং কাউন্টারপার্ট ইন্টারন্যাশনালের কারিগরি সহযোগিতায় দূষণমুক্ত ঢাকা সিটি বিনির্মাণের স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে কনসোর্টিয়াম প্রকল্প ‘ঢাকা কলিং’।

দুঃস্থ স্বাস্থ্যকেন্দ্র (ডিএসকে), কোয়ালিশন ফর দ্য আরবান পুওর (কাপ), বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক) এবং ইনসাইটস্ নামের চারটি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (মোল্লার বস্তি, ওয়ার্ড ৬, কড়াইল বস্তি, ওয়ার্ড ১৯) ও দক্ষিণ সিটি করপোরেশনের (বালুর মাঠ ও হাজারীবাগ বস্তি, ওয়ার্ড ১৪) চারটি বস্তিতে তাদের কার্যক্রম বাস্তবায়ন করছে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৪ জুন) ডিএসকে কনসোর্টিয়ামের পক্ষে কোয়ালিশন ফর দ্য আরবান পুওর (কাপ) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-৩ এর ওয়ারহাউজ কনফারেন্স রুমে মতবিনিময় সভার আয়োজন করে। এতে অংশ নেন স্থানীয় অংশীজন, কমিউনিটি প্রতিনিধি, স্থানীয় সরকারের প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীরা।

সভায় কমিউনিটি প্রতিনিধি, আলোচক, সুশীল সমাজ, স্থানীয় সরকারের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সবাই নগরের সুবিধাবঞ্চিত জনগণ বিশেষ করে বালুর মাঠ ও হাজারীবাগ বস্তির জনগণকে বর্জ্য ব্যবস্থাপনার সুবিধায় অন্তর্ভুক্তকরণসহ সিটি করপোরেশনের অধীনে বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি ও নিয়মাবলি জানানো, সংশ্লিষ্ট এলাকায় বর্তমান বর্জ্য ব্যবস্থাপনা ও পারিপার্শ্বিক অবস্থা উত্থাপন এবং সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্যগত পরিবেশ উন্নয়নে যৌথভাবে কার্যক্রম বাস্তবায়নে দিকনির্দেশনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণসহ ঢাকা শহরের বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে আশু করণীয় নির্ধারণ সংক্রান্ত বিষয়ে যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত হয়।

কাপের নির্বাহী পরিচালক খোন্দকার রেবেকা সান ইয়াতের সঞ্চালনায় পরিচালিত সভায় প্রকল্প সম্পর্কে ধারণাপত্র উপস্থাপন করেন ফারহা হাদিয়া, মনিটরিং ও ডকুমেন্টেশন অফিসার, ঢাকা কলিং প্রকল্প এবং নগর পরিবেশ ও বর্জ্য ব্যবস্থাপনায় আইন এবং নীতিমালা বিষয়ে ধারণাপত্র উপস্থাপন করেন আইনজীবী নাসরিন আক্তার সুমী।

সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি , সীমাবদ্ধতা এবং সমস্যার ওপর আলোকপাত করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা (জোন ৩) সেলিম মিয়া।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-৩) বাবর আলী মির এ আশু উদ্যোগকে স্বাগত জানান। কমিউনিটি থেকে ময়লা নিতে কোনো সমস্যা হলে যথাযথ কর্তৃপক্ষকে জানাতে এবং কাউন্সিলরদের এ ব্যাপারে সহায়তা করতে বলেন। এছাড়া তিনি রাস্তায় কেউ ময়লা ফেললে সাথে ছবি তুলে সিটি করপোরেশনের হোয়াটসআপ গ্রুপে দেয়ার অনুরোধ জানান।

কমিউনিটি প্রতিনিধিরা তাদের এলাকা থেকে প্রতিদিন ময়লা অপসারণের দাবি উত্থাপন করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর জিন্নাত আলী ও নুর আলম।

এছাড়া ১৪, ৫৫ নং ওয়ার্ডে কর্মরত এনজিও, বস্তিভিত্তিক তৃণমূল সংগঠনের নেতা, কাপ, বারসিক এবং দুস্থ স্বাস্থ্যকেন্দ্রের সংশ্লিষ্ট কর্মীরা উপস্থিত ছিলেন।

আইএইচআর/এসএস/জেআইএম