ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

১০ মাসের মাথায় শাহবাগ থানার ওসিকে বদলি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৫৮ পিএম, ২২ জুন ২০২১

নিয়োগ পাওয়ার মাত্র ১০ মাসের মাথায় বদলি করা হয়েছে রাজধানীর শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুন-অর-রশিদকে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগে তাকে বদলি করা হয়েছে।

সোমবার (২১ জুন) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে মোহাম্মদ মামুন-অর-রশিদকে বদলি করা হয়েছে।

বদলির আদেশে শাহবাগ থানার ওসির দায়িত্ব দেয়া হয়েছে চকবাজার থানার ওসির দায়িত্বে থাকা মওদুত হাওলাদারকে। আর চকবাজার থানার দায়িত্ব পেয়েছেন ডিএমপির পরিবহন বিভাগের পরিদর্শক (নিরস্ত্র) মো. আবদুল কাইউম।

এ ছাড়া একই আদেশে রাজধানীর কাফরুল থানায় ওসি হিসেবে নিয়োগ পেয়েছেন ডিএমপির ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের পরিদর্শক (নিরস্ত্র) মো. হাফিজুর রহমান।

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাফিজুর রহমানের মৃত্যুর ঘটনার পর মামুন-অর-রশিদের নেতৃত্বাধীন শাহবাগ থানার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন ছাত্রলীগসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক ছাত্রসংগঠন।

টিটি/ইএ/এমএস