ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বাবুবাজার ব্রিজ দিয়ে দূরপাল্লার যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০২:৫৭ পিএম, ২২ জুন ২০২১

ঢাকার আশপাশের সাত জেলায় কঠোর লকডাউন চলছে। লকডাউনকে কেন্দ্র করে বাবুবাজার ব্রিজ দিয়ে দূরপাল্লার কোনো গাড়ি ঢুকতে বা বের হতে দেয়া হচ্ছে না।

ব্রিজের প্রবেশ মুখে পুলিশ শক্ত অবস্থান নিয়েছে। এ কারণে দূরপাল্লার পরিবহন বন্ধ থাকায় অনেকে পড়েছেন বিপাকে। ঢাকায় প্রবেশের সময় পরিবহন না পেয়ে অনেককে হেঁটে ব্রিজ পার হতে দেখা গেছে।

মঙ্গলবার (২২ জুন) সকালে ঢাকার অন্যতম ব্যস্ত প্রবেশ পথ বাবুবাজার ব্রিজ ও আশপাশের এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

jagonews24

মাওয়া ঘাট দিয়ে শরীয়তপুর যাওয়ার জন্য ব্রিজের প্রবেশ মুখে এসেছেন রায়হান শেখ। তিনি বলেন, ‘সকালে বাসায় যাওয়ার জন্য ঢাকা থেকে বের হয়েছি। এখানে এসে দেখি দূরপাল্লার কোনো বাস নেই।’

কেরানীগঞ্জ থেকে গুলিস্থানে যাওয়ার জন্য রওয়ানা হন আলামিন। তিনি বলেন, ‘পরিবহন না পেয়ে আমি হেঁটে পার হচ্ছি।’

jagonews24

এর আগে সোমবার (২১ জুন) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার থেকে ৩০ জুন পর্যন্ত মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, রাজবাড়ী, মাদারীপুর ও গোপালগঞ্জে বিধিনিষেধ (লকডাউন) আরোপ করা হয়েছে।’

সচিব জানান, লকডাউন চলাকালে সার্বিক চলাচল (জনসাধারণের চলাচলসহ) ২২ জুন সকাল ৬টা থেকে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় শুধু আইন-শৃঙ্খলা এবং জরুরি পরিষেবা, যেমন-কৃষি উপকরণ (সার, বীজ, কীটনাশক, কৃষি যন্ত্রপাতি ইত্যাদি), খাদ্যশস্য ও খাদ্যদ্রব্য পরিবহন, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা, কোভিড-১৯ টিকা প্রদান, বিদ্যুৎ, পানি, গ্যাস/জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরসমূহের (নদীবন্দর) কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট (সরকারি-বেসরকারি), গণমাধ্যম (প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া), বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাক সেবাসহ অন্যান্য জরুরি ও অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিস, তাদের কর্মচারী ও যানবাহন এবং পণ্যবাহী ট্রাক/লরি এ নিষেধাজ্ঞার আওতাবহির্ভূত থাকবে।’

জেএ/এমএইচআর/এএসএম