ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পদ্মা সেতু রেলপথ : স্ল্যাব বসানো শেষ, রেললাইনের কাজ শুরু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:২১ পিএম, ২০ জুন ২০২১

পদ্মা সেতুর রেলপথ নির্মাণ করতে স্ল্যাব বসানোর কাজ শেষ হয়েছে। রোববার (২০ জুন) এ কাজ শেষ হয়। অন্যদিকে মাওয়ার ভায়াডাক্ট অংশে রেললাইন বসানোর কাজও শনিবার (১৯ জুন) থেকে শুরু হয়েছে।

রোববার (২০ জুন) পদ্মা বহুমুখী সেতু প্রকল্প এবং পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের প্রকল্প পরিচালকদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘পদ্মা সেতুতে রেলপথ তৈরির জন্য স্ল্যাব বসানোর কাজ শেষ হয়েছে। এতে দুই হাজার ৯৫৯টি স্ল্যাব বসানো হয়েছে। এ স্ল্যাব বসানোর কাজ আজ শেষ হয়।’

রেলিং করা, গ্যাসলাইন বসানো, ইলেকট্রিক লাইন বসানোসহ অনেক কাজ এখনও বাকি বলেও জানান শফিকুল ইসলাম।

jagonews24

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আফজাল হোসেন জাগো নিউজকে বলেন, ‘পদ্মা সেতুতে রেলপথ তৈরির জন্য স্ল্যাব বসাচ্ছে মূল সেতু কর্তৃপক্ষ। সেটা আমাদের কাজ নয়। সেতুর ওপর কাজ করার জন্য আমাদের এখনও এলাউ করা হয়নি। তারা স্ল্যাব বসানোর পরে আমরা রেললাইন বসাবো, স্লিপার বসাবো। আমরা রেল লিংক করবো।’

তিনি আরও বলেন, ‘আমরা পদ্মা সেতুর দুই পাশের কাজ করছি। গতকাল (শনিবার) থেকে আমাদের ভায়াডাক্ট অংশে রেললাইন বসানোর কাজ শুরু করেছি। আমরা মাওয়া অংশ থেকে রেললাইন বসানো শুরু করেছি। মাওয়া অংশে স্লিপার বসাচ্ছি। এখানে আরসিসি ঢালাই করতে হয়, যাতে ইট নড়াচড়া না করতে পারে।’

পিডি/এআরএ/জেআইএম