এমপি-মন্ত্রীদের সতর্ক করতে চিঠি যাচ্ছে
আসন্ন পৌরসভা নির্বাচনে নির্বাচনী আচরণবিধি অনুযায়ী এমপি-মন্ত্রীরা যাতে প্রচারণায় অংশ না নিতে পারেন সে জন্য তাদের সতর্ক করতে চিঠি দেয়া হবে। নির্বাচন কমিশন (ইসি) জাতীয় সংসদের স্পিকারের মাধ্যমে এমপিদের সতর্ক করবেন। আজ (সোমবার) এ সংক্রান্ত চিঠি দিতে পারে ইসি।
এ বিষয়ে ইসি সচিব সিরাজুল ইসলাম রোববার রাতে জানান, মন্ত্রী, এমপিসহ সংশ্লিষ্ট সরকারি সুবিধাভোগী ব্যক্তিদের আচরণবিধি প্রতিপালনের বিষয়ে স্মরণ করিয়ে দিতে স্পিকার ও মন্ত্রিপরিষদ বিভাগে আনুষ্ঠানিক চিঠি দেয়া হচ্ছে। স্পিকারের মাধ্যমে সংসদ সচিব ও মন্ত্রিপরিষদ সচিব এ বিষয়ে সংসদ সদস্য এবং মন্ত্রীদের অবহিত করবেন।
ইসি কর্মকর্তারা জানান, নির্বাচনপূর্ব সময়ে সুবিধাভোগী ব্যক্তিদের প্রচারে নিষেধাজ্ঞার বিষয়ে চিঠিতে সংযুক্ত করা হচ্ছে।
ঘোষিত তফসিল অনুযায়ী, ৩০ ডিসেম্বর ভোট হবে ২৩৪ পৌরসভায়। এর মধ্যে মেয়র পদে ২০টি দল প্রার্থী দিয়েছে। দলীয় প্রার্থী সাত শতাধিক ও স্বতন্ত্র প্রার্থী রয়েছে পাঁচ শতাধিক।
এইচএস/বিএ