ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

আচরণবিধি লঙ্ঘন : নোটিশ পাচ্ছেন তিন এমপি

প্রকাশিত: ০৬:২৯ পিএম, ০৬ ডিসেম্বর ২০১৫

আসন্ন পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ক্ষমতাসীন আওয়ামী লীগের তিনজন সংসদ সদস্যকে কারণ দর্শাতে নোটিশ দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সচিব মো. সিরাজুল ইসলাম রোববার রাতে সাংবাদিকদের বলেন, বরগুনা-২ আসনের হাচানুর রহমান রিমন, ঢাকা-২০ আসনের এম এ মালেক ও নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুকে কারণ দর্শানের নোটিশ দেয়া হবে। এই তিন সংসদ সদস্যকে তিন দিনের মধ্যে অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য ইসিকে জানাতে হবে।

কমিশনের কর্মকর্তারা জানান, মনোনয়নপত্র জমা দেয়ার সময় উপস্থিতি, হেলিকপ্টার ব্যবহার ও আগাম প্রচারমূলক কাজে জড়িত থেকে সরকারি সুবিধাভোগী এই ব্যক্তিরা আচরণবিধি লঙ্ঘন করেছেন। বিষয়টি ইসির নজরে আসার পর তাদের নোটিশ পাঠানোর সিদ্ধান্ত হয়।

ইসির সহকারী সচিব রাজীব আহসান বলেন, “রোববার রাতেই সংশ্লিষ্ট চিঠিগুলো পাঠিয়ে দেয়া হবে।”

ঘোষিত তফসিল অনুযায়ী, ৩০ ডিসেম্বর ভোট হবে ২৩৪ পৌরসভায়। এর মধ্যে মেয়র পদে ২০টি দল প্রার্থী দিয়েছে। দলীয় প্রার্থী সাত শতাধিক ও স্বতন্ত্র প্রার্থী রয়েছে পাঁচ শতাধিক।

এইচএস/বিএ