ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

নিরবিচ্ছিন্ন ও নিরাপদ জ্বালানি সরবরাহ অব্যাহত রাখা হবে

প্রকাশিত: ১২:৩২ পিএম, ০৬ ডিসেম্বর ২০১৫

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘নিরবিচ্ছিন্ন ও নিরাপদ জ্বালানি সরবরাহ অব্যাহত রাখা হবে’। উন্নয়ন ও অগ্রগতি ক্রমবর্ধমাণ হওয়ায় জ্বালানির চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এ চাহিদা মেটাতে গ্যাসের পাশাপাশি কয়লা, এলএনজি ও এলপি গ্যাসকে আমরা কাজে লাগাচ্ছি।

প্রতিমন্ত্রী রোববার শেভরন-এর উদ্যোগে জালালাবাদ গ্যাস ফিল্ডের তিনটি কূপ হতে গ্যাসের উত্তোলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি, গ্যাসক্ষেত্রগুলোতে গ্যাস উত্তোলনসহ নিরাপত্তা ব্যবস্থাপনার আধুনিকায়নের উপর গুরুত্তারোপ করেন। এ সময় প্রতিমন্ত্রী শেভরন-এর সিএসআর কার্যক্রমের প্রশংসা করে বলেন, বাংলাদেশিদের প্রযুক্তিগত প্রশিক্ষণ প্রদানে শেভরনের আরো এগিয়ে আসা উচিত।

জালালাবাদ গ্যাস ক্ষেত্রের জেবি-৬, জেবি-৭ এবং জেবি-৯ কূপগুলো উদ্বোধন করা হয়। ২০১৬ সালের প্রথম দিকেই জেবি-৮ কূপটি উদ্বোধন করা হবে। এসব কূপ হতে ১৩০ এমএমসিএফডি গ্যাস জাতীয় গ্রিডে আসবে। জালালাবাদ গ্যাস ফিল্ডে শেভরন বাংলাদেশ ব্লক-১৩ এবং ব্লক-১৪ লিমিটেড-এ কূপ খনন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে পেট্রোবাংলার চেয়ারম্যান ইশতিয়াক আহমেদ ও শেভরন বাংলাদেশ-এর প্রেসিডেন্ট কেভিন লিয়ন বক্তব্য রাখেন।

এসএ/এসএইচএস/আরআইপি