ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

যথাযথ শ্রদ্ধাবোধ প্রতিষ্ঠিত হবে

প্রকাশিত: ১২:১৯ পিএম, ০৬ ডিসেম্বর ২০১৫

দক্ষিণ এশিয়া এমন একটি স্থান হয়ে উঠবে যেখানে শান্তি, ন্যায়বিচার, গণতন্ত্র এবং মানবাধিকারের প্রতি যথাযথ শ্রদ্ধাবোধ প্রতিষ্ঠিত হবে এমন স্বপ্ন দেখে সাউথ এশিয়ানস ফর হিউম্যান রাইটস (এসএএইচআর)।
 
রোববার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে সাউথ এশিয়ানস ফর হিউম্যান রাইটস আয়োজিত  “বাংলাদেশে দক্ষিণ এশীয়শান্তি মিশন” শীর্ষক সেমিনারে লিখিত বক্তব্যে এমন তথ্য জানান আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক ও আয়োজক সংগঠনের বাংলাদেশের ব্যুরো সদস্য সুলতানা কামাল।

তিনি বলেন, আমাদের লক্ষ্য এমনভাবে এই অঞ্চলকে গড়ে তোলা যেখানে প্রতিটি নারী একজন নাগরিক হিসাবে পূর্ণাঙ্গ মর্যাদা, শ্রদ্ধা এবং নিরাপত্তা পায় এবং যেখানে এই বিষয়গুলোকে যথাযথভাবে প্রচার করা হয়।       

সুলতানা কামাল লিখিত বক্তব্যে বলেন, যদিও বর্তমানের সংঘাতময় পরিস্থিতি নারী ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর ওপর চরম নেতিবাচক প্রভাব ফেলেছে।কিন্তু এর পরও দেখা যায় শান্তি প্রক্রিয়ায় তাদের ভূমিকাকে অস্বীকার করা হচ্ছে।

তিনি আরো বলেন, দক্ষিণ এশিয়ার সবকটি দেশেই এই শান্তির বার্তা বা মিশন নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ সাউথ এশিয়ানস ফর হিউম্যান রাইটস (এসএএইচআর)।

সেমিনারে আরো উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন-বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল, মানবাধিকার কর্মী খুশি কবির প্রমুখ।

এএস/এএইচ/পিআর