ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

অল কমিউনিটি ক্লাবে সেদিন পরীমনির সঙ্গে যা ঘটেছিল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৩৬ এএম, ১৭ জুন ২০২১

ঢাকাই সিনেমার নায়িকা পরীমনির বিরুদ্ধে অসদাচরণ ও ভাঙচুরের অভিযোগ তুলেছে রাজধানীর গুলশানের অল কমিউনিটি ক্লাব কর্তৃপক্ষ। এ ব্যাপারে ক্লাব কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের ব্রিফ করলেও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন কি না তা নিয়ে দেখা দেয় ধোঁয়াশা। কোনো কোনো গণমাধ্যম পরীমনির বিরুদ্ধে জিডি করা হয়েছে বলে সংবাদ পরিবেশন করে।

তবে পুলিশের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই রাতে ক্লাব থেকে ৯৯৯ -এ পরীমনির ফোন পেয়ে পুলিশ সেখানে গিয়েছিল। পরে বিষয়টি পুলিশের তরফেই থানায় লিপিবদ্ধ করা হয়।

ক্লাব কর্তৃপক্ষ বলছে, এক সহযোগীর ড্রেসকোড নিয়ে প্রশ্ন করতেই চটে যান তারা, ভাঙেন বেশ কিছু জিনিসপত্র। এরপর তারাই ৯৯৯ -এ কল করে পুলিশ ডাকেন।

এসব নিয়ে পরীমনি বলেন, ‘ইস্যু ঘোরানোর জন্য আমার বিরুদ্ধে এমন অভিযোগ তোলা হয়েছে। আমাকে নিয়ে চক্রান্ত চলছে।’

গত ৮ জুন গুলশানের অল কমিউনিটি ক্লাবে নায়িকা পরীমনির সঙ্গে ক্লাব কর্মকর্তাদের বিরোধ হয়। ওই রাতে পরীমনি ও তার সঙ্গীরা কী কী করেছেন তা বুধবার রাতে গণমাধ্যমের সামনে তুলে ধরেন অল কমিউনিটি ক্লাবের সভাপতি কে এম আলমগীর ইকবাল।

তিনি বলেন, ‘আমাদের ক্লাবে কিছুদিন আগে (৮ জুন) ছোট্ট একটি অঘটন ঘটেছিল। আমাদের ক্লাব বন্ধের সময় হয়ে এসেছিল। তখন কয়েকজন লোক ক্লাবে আসেন। গেটে দায়িত্বে থাকা সিকিউরিটি গার্ডরা ফোন করে জানান, তারা কিছুক্ষণ আগে একবার এসেছিলেন। তখন তারা ফোন ও কিছু কাগজ রেখে গেছেন। সেগুলো নেয়ার জন্য আবার এসেছেন।’

আলমগীর ইকবাল বলেন, ‘আমাদের ক্লাবের নিজস্ব কিছু নিয়মকানুন আছে। কেউ যদি ক্লাবে আসে তাহলে তাকে কিছু ড্রেস কোড মেনে আসতে হয়। সেদিন এখানে যারা এসেছিলেন তাদের মধ্যে একজন ছিলেন হাফপ্যান্ট ও স্যান্ডেল পরা। তখন আমাদের কর্মকর্তারা বলেন, আপনারা তো ক্লাবের নিয়ম ভঙ্গ করেছেন। তাদের ক্লাব থেকে এটা বলায় তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন।’

তিনি আরও বলেন, ‘এই সময়ে তারা যে সদস্যদের মাধ্যমে ক্লাবে আসেন তিনিও তাদের চলে যেতে বলেন। কিন্তু তারা যেতে চাননি। পরে বাধ্য হয়ে আমাদের সেই সদস্য চলে যান। এর মধ্যে আমাদের ক্লাবের সব কর্মকর্তা চলে যান। শুধু দুজন ওয়েটার ছিল।’

ভাঙচুর করে পুলিশও ডাকেন তারা

অল কমিউনিটি ক্লাবের সভাপতি আলমগীর ইকবাল বলেন, ‘একপর্যায়ে উনারা ৯৯৯ -এ ফোন করে পুলিশ কল করেন। তখন পুলিশ আসে, পুলিশ এসে দেখতে পান যে, উনি এগুলা ছুড়ে মারছেন। তখন পুলিশ উনাদের জিজ্ঞেস করেন আপনারা এখানে কেন আসছেন, কেন আমাদের কল করছেন? তখন তারা বলে যে, আমাদের সাথে এই হয়েছে, ওই হয়েছে। উনারা (পুলিশ সদস্যরা) বলেন যে, এরকম তো কিছু দেখছি না। তখন কেউ ছিলও না। দুইজন ওয়েটার ছিল আর এই তিন চারজন মানুষ।’

‘তারপরে পুলিশ ভাইয়েরা ওয়াকিটকির মাধ্যমে উপরে জানতে চায় যে তারা এখন কী করবে। ওয়াকিটকির আওয়াজ বাইরে যাচ্ছিল। তখন উপরের থেকে নির্দেশ আসে যে, উনারা যদি এমন করে তাহলে উনাদেরকে বের করে দিয়ে আপনারা চলে যান। তখন ওই আওয়াজ শুনে উনারা কিছুটা ঠান্ডা হন, আর পুলিশ ভাইদের কথা মতো সেখান থেকে চলে যান। তারপর পুলিশ ভাইয়েরাও চলে যান।’

আলমগীর ইকবাল বলেন, ‘সাধারণত ক্লাবে অবান্তর কিছু হলে সভাপতি কিংবা সাধারণ সম্পাদককে ইনফর্ম করার কথা। কিন্তু পরীমনি যেহেতু এখানকার অতিথি তিনি সেটা জানেন না।’

ক্লাব সদস্যকে শোকজ

যে সদস্যের মাধ্যমে পরীমনি ও তার সঙ্গীরা ক্লাবে এসেছিলেন তাকে শোকজ করেছে অল কমিউনিটি ক্লাব।

আলমগীর ইকবাল বলেন, ‘আমরা ক্লাব কর্তৃপক্ষ নিয়ম অনুযায়ী যে সদস্যের মাধ্যমে তিনি (পরীমনি) এসেছিলেন তাকে আমরা শোকজ করেছি। তার বিরুদ্ধে ক্লাবের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে, সেটি এখন চলমান। এটিই হলো আমাদের ক্লাবের সংশ্লিষ্টতা। অন্য কোনো ব্যাপারে আমাদের কিছু ঘটেনি।’

তিনি বলেন, ‘ক্লাবের নিয়ম হলো যিনি অতিথি, তিনি ক্লাবেরও অতিথি। ক্লাবের অতিথির বিরুদ্ধে ক্লাব কর্তৃপক্ষের ব্যবস্থা নেয়ার বিধান নাই। যার মাধ্যমে এসেছেন তিনি ক্লাবের নিয়মকানুন জানেন। শুধু তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিধান আছে। সেটি আমরা করছি। এর বাইরে অন্য কিছু করার আমাদের এখতিয়ার নেই। এমন ভয়ানক কিছু করে নাই যে আমরা ব্যবস্থা নেব।’

সাধারণ ডায়েরি (জিডি) করেছেন কি না এমন প্রশ্নের জবাবে ক্লাব সভাপতি বলেন, ‘না, আমরা কোনো ডায়েরি করি নাই। কেন করি নাই; আমরা মনে করেছি যে, এতে আমাদের ক্লাবেরই সুনাম ক্ষুণ্ন হবে। এজন্য আমরা জিডি করিনি।’

তিনি বলেন, ‘আমি শুনেছি উনি (পরীমনি) সেলিব্রেটি। যদিও ব্যক্তিগতভাবে আমি উনাকে চিনি না। যদি উনি সেলিব্রেটি হয়, উনার মান-সম্মান রক্ষা করার দায়িত্ব উনার নিজের। উনি উচ্চবংশের, উনি শিক্ষিতা, এটা উনার ডিউটি যে, উনার মান সম্মান কীভাবে রক্ষা করবেন। এটা আমার ডিউটি নয়। আমার ডিউটি আমার মান সম্মান কীভাবে ধরে রাখব। যেমন- নায়ক শাকিব খান আমাদের ক্লাবের মেম্বার। উনি তো কোনো অসংলগ্ন আচরণ করেছেন বলে আমার মনে পড়ে না। যার যার মান সম্মান তাকে বজায় রাখতে হবে। সেখানে আমাদের কিছু করার নেই।’

জিডির বিষয়ে পুলিশ যা বলছে-

পরীমনির বিরুদ্ধে জিডির বিষয়ে গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী জাগো নিউজকে বলেন, ‘গুলশানের ক্লাবটিতে ভাঙচুরের ঘটনায় কেউ থানায় মামলা বা অভিযোগ করেনি। ওইদিন রাতে ৯৯৯ থেকে ফোন আসে পরীমনির সঙ্গে ক্লাবের কাদের যেন ঝামেলা হচ্ছে। পরে আমাদের সদস্যরা সেখানে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পরীমনিসহ যে যার মতো সেখান থেকে চলে যায়। তখন ক্লাব কর্তৃপক্ষ কোনো জিডি করেনি।’

তিনি বলেন, ‘পুলিশের নিয়ম অনুযায়ী থানা এলাকায় কোনো ঘটনা ঘটলে সেগুলো থানায় লিপিবদ্ধ করতে হয়। আমরা নিজেরা নিজেদের জন্যই এগুলো করি। যেমন- কোথাও বজ্রপাত হলে, দুর্ঘটনা, ডিউটিতে যাওয়া-আসা, ওয়্যারলেসে কোনো মেসেজ দিলে সেগুলোও লিপিবদ্ধ করে একজন কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়। এটা স্বাভাবিক নিয়ম।’

এ ঘটনার পরদিনই আবার রাজধানীর অদূরে ঢাকা বোট ক্লাবে গিয়ে ধর্ষণ ও হত্যাচেষ্টার শিকার হন বলে অভিযোগ করেছেন পরীমনি।

এমন অভিযোগ এনে রোববার (১৩ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ তুলে বিচার চান পরীমনি। এরপর বিষয়টি নিয়ে ওই রাতেই সংবাদ সম্মেলন করেন তিনি।

এরপর ১৪ জুন দুপুরে সাভার মডেল থানায় ছয়জনকে আসামি করে মামলা করেন। সে মামলায় প্রধান অভিযুক্ত নাসির উদ্দিন মাহমুদসহ পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ।

টিটি/এমএইচআর/এমএস

টাইমলাইন

  1. ০২:৩৬ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২১ পরীমনিকে গাড়ি-আইফোন ফেরত দিতে রাষ্ট্রপক্ষের আপত্তি নেই
  2. ০১:৪৪ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২১ পরীমনিকে গাড়ি-আইফোন ফেরত দেওয়ার নির্দেশ
  3. ০১:০৩ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২১ এবার হাতে যা লিখলেন পরীমনি
  4. ১২:১৯ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২১ পরীমনির মামলার প্রতিবেদন ১০ অক্টোবর
  5. ১১:৪৯ এএম, ১৫ সেপ্টেম্বর ২০২১ হাজিরা দিলেন পরীমনি
  6. ১১:২৮ এএম, ১৫ সেপ্টেম্বর ২০২১ হাজিরা দিতে এসে আদালতের হাজতখানায় পরীমনি
  7. ১১:১৮ এএম, ১৫ সেপ্টেম্বর ২০২১ পরীমনির গাড়ি-ল্যাপটপ-মোবাইল চেয়ে আবেদন করবেন আইনজীবী
  8. ১০:৫৫ এএম, ১৫ সেপ্টেম্বর ২০২১ হাজিরা দিতে আদালতে পরীমনি
  9. ০২:৩৯ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০২১ পরীমনির মামলা: চার্জশিটে অমি-নাসির-শহিদুলের বিরুদ্ধে যা বলা আছে
  10. ০৭:৫৪ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২১ কারামুক্ত হয়ে যা বললেন পরীমনি
  11. ০৪:৩৭ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২১ মুখে হাসি হাতে গালি, কী বার্তা দিলেন পরীমনি?
  12. ০১:৩১ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২১ বিস্কুট খেতে খেতে বাসায় ঢুকলেন পরীমনি
  13. ০১:২৭ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২১ পরীমনিকে নিয়ে বিব্রত পাশের ফ্ল্যাটের বাসিন্দারা
  14. ১১:০৪ এএম, ০১ সেপ্টেম্বর ২০২১ পরীমনির হাতে লেখা ‘ডোন্ট লাভ মি বিচ’
  15. ১০:১৪ এএম, ০১ সেপ্টেম্বর ২০২১ মুক্তি পেয়ে কারাফটকে পরীমনির সেলফি
  16. ০৯:৩৯ এএম, ০১ সেপ্টেম্বর ২০২১ মুক্তি পেলেন পরীমনি
  17. ০৬:২২ পিএম, ৩১ আগস্ট ২০২১ পরীমনিকে দেখতে কারাফটকে উৎসুক জনতার ভিড়
  18. ০৫:৪৬ পিএম, ৩১ আগস্ট ২০২১ পরীমনি জামিন পাওয়ায় খুশিতে যা বললেন নায়িকা অঞ্জনা
  19. ০৪:৩৬ পিএম, ৩১ আগস্ট ২০২১ পরীমনির জামিননামা দাখিল
  20. ০৪:২৭ পিএম, ৩১ আগস্ট ২০২১ ৫০ হাজার টাকা মুচলেকায় পরীমনির জামিন
  21. ০২:৫৯ পিএম, ৩১ আগস্ট ২০২১ তিন বিবেচনায় জামিন পেলেন পরীমনি
  22. ০২:৪২ পিএম, ৩১ আগস্ট ২০২১ মুক্তিতে বাধা নেই পরীমনির
  23. ০২:৩৪ পিএম, ৩১ আগস্ট ২০২১ জামিন পেলেন পরীমনি
  24. ০৯:৪৬ এএম, ৩১ আগস্ট ২০২১ পরীমনির জামিন শুনানি ২টায়
  25. ০৫:৩৩ পিএম, ২৯ আগস্ট ২০২১ পরীমনির জামিন শুনানি ৩১ আগস্ট
  26. ০৯:০০ পিএম, ২২ আগস্ট ২০২১ ‘পরীমনি জেলে থাকলে চলচ্চিত্র অঙ্গনের অপূরণীয় ক্ষতি হবে’
  27. ০৪:৫৮ পিএম, ১৯ আগস্ট ২০২১ পরীমনিকে নেয়া হলো সিআইডি কার্যালয়ে
  28. ০৪:৪৬ পিএম, ১৯ আগস্ট ২০২১ পরীমনির রিমান্ডের বিষয়টি হাইকোর্টের নজরে আনলেন আইনজীবী
  29. ০১:৫২ পিএম, ১৮ আগস্ট ২০২১ যে কারণে পরীমনিকে ফের রিমান্ডে চায় সিআইডি
  30. ১২:১০ পিএম, ১৮ আগস্ট ২০২১ পরীমনিকে ফের ৫ দিনের রিমান্ডে নিতে আবেদন, শুনানি কাল
  31. ০৮:১৩ এএম, ১৮ আগস্ট ২০২১ পরীমনির জামিন শুনানি আজ
  32. ০৪:৫৯ পিএম, ১৭ আগস্ট ২০২১ পরীমনি জামিন পাবেন, আশা আইনজীবীর
  33. ০৬:০৪ পিএম, ১৬ আগস্ট ২০২১ পরীমনির মুক্তি চেয়ে প্রেস ক্লাবে বরিশাল উন্নয়ন ফোরামের সমাবেশ
  34. ০২:৪২ পিএম, ১৬ আগস্ট ২০২১ পরীমনি ষড়যন্ত্রের শিকার, জামিন আবেদনে আইনজীবী
  35. ০১:১৪ পিএম, ১৬ আগস্ট ২০২১ পরীমনির জামিন আবেদন, শুনানি বুধবার
  36. ০৩:৪৫ পিএম, ১৩ আগস্ট ২০২১ ‘পরীমনি কোনো ফালতু অ্যাক্টর নন, জামিন দিন’
  37. ০৩:৪০ পিএম, ১১ আগস্ট ২০২১ রিমান্ড নামঞ্জুর, কারাগারে পরীমনির কস্টিউম ডিজাইনার জিমি
  38. ০৯:৫৩ পিএম, ১০ আগস্ট ২০২১ এবার পরীমনি-সাকলায়েনের ‘জন্মদিন উদযাপনের’ ভিডিও ভাইরাল
  39. ০৮:১২ পিএম, ১০ আগস্ট ২০২১ পরীমনি-রাজ-পিয়াসা-মিশুর বাসা থেকে বিএমডব্লিউসহ ৬ দামি গাড়ি উদ্ধার
  40. ০৬:৫৯ পিএম, ১০ আগস্ট ২০২১ ‘সুনাম ক্ষুণ্ন’ হওয়ায় সিটি ব্যাংকের জিডি
  41. ০৬:০৮ পিএম, ১০ আগস্ট ২০২১ ‘৩ কোটি টাকার সেই গাড়ির মালিক পরীমনি নন’
  42. ০৪:৪১ পিএম, ১০ আগস্ট ২০২১ মডেলকাণ্ডে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে : সিআইডি প্রধান
  43. ১২:১৭ পিএম, ০৯ আগস্ট ২০২১ আমাকে নিয়ে ‘সস্তা’ ষড়যন্ত্র চলছে : মাসরুর আরেফিন
  44. ০৯:০৬ পিএম, ০৮ আগস্ট ২০২১ পরীমনি-সাকলায়েনের সম্পর্ক তদন্তে পুলিশ সদরদফতরের কমিটি
  45. ০৯:২৩ পিএম, ০৭ আগস্ট ২০২১ হেলেনা-পরীমনি-রাজ-পিয়াসা-মৌয়ের বাসায় একযোগে তল্লাশি
  46. ০৬:৩৬ পিএম, ০৭ আগস্ট ২০২১ এবার পর্নোগ্রাফি মামলায় রাজকে রিমান্ডে চায় পুলিশ
  47. ০৪:৫৪ পিএম, ০৭ আগস্ট ২০২১ পরীমনির সদস্যপদ স্থগিত করলো শিল্পী সমিতি
  48. ০৪:৪৩ পিএম, ০৭ আগস্ট ২০২১ পরীমনির কস্টিউম ডিজাইনার জিমির বিরুদ্ধে প্রতিবেদন ১৫ সেপ্টেম্বর
  49. ০৩:৩৪ পিএম, ০৭ আগস্ট ২০২১ পরীমনির কস্টিউম ডিজাইনার জিমি ৩ দিনের রিমান্ডে
  50. ০২:৫৪ পিএম, ০৭ আগস্ট ২০২১ ডিবির সব দায়িত্ব থেকে নিবৃত্ত সাকলায়েন
  51. ০২:০৫ পিএম, ০৭ আগস্ট ২০২১ পরীমনির সঙ্গে প্রেম : ডিবি থেকে সরিয়ে দেয়া হচ্ছে সাকলায়েনকে
  52. ১০:০৯ পিএম, ০৬ আগস্ট ২০২১ পরীমনির কস্টিউম ডিজাইনার জিমি আটক
  53. ০৯:৩৭ পিএম, ০৬ আগস্ট ২০২১ পরীমনির সঙ্গে মিষ্টি সম্পর্ক, সেটা শুধুই কাজের ক্ষেত্রে: চয়নিকা
  54. ০৭:৪০ পিএম, ০৬ আগস্ট ২০২১ ডিবি কার্যালয়ে মুখোমুখি করা হচ্ছে পরীমনি-চয়নিকাকে
  55. ০৬:৫৪ পিএম, ০৬ আগস্ট ২০২১ চয়নিকা চৌধুরী আটক
  56. ০৪:৫৮ পিএম, ০৬ আগস্ট ২০২১ পরীমনির বিষয়ে যা বললেন জায়েদ খান
  57. ০৪:০১ পিএম, ০৬ আগস্ট ২০২১ পরীমনির অবৈধ কাজে জড়িতদের নাম পেয়েছি : হারুন
  58. ১২:১০ পিএম, ০৬ আগস্ট ২০২১ অভিযোগ প্রমাণ হলে ৫ বছর জেল হতে পারে পরীমনির
  59. ১০:৪৯ এএম, ০৬ আগস্ট ২০২১ মডেলিংয়ের প্রলোভনে ২০০ তরুণীকে অনৈতিক কাজে বাধ্য করেন রাজ
  60. ০৯:৩১ এএম, ০৬ আগস্ট ২০২১ র‍্যাব সদরদফতরে পরীমনির ২০ ঘণ্টা
  61. ০৯:৫৫ পিএম, ০৫ আগস্ট ২০২১ কাঠগড়ায় পরীমনির ৪০ মিনিট
  62. ০৯:৪৭ পিএম, ০৫ আগস্ট ২০২১ পরীমনি-রাজের মামলা ডিবিতে
  63. ০৯:০৯ পিএম, ০৫ আগস্ট ২০২১ চার দিনের রিমান্ডে রাজ
  64. ০৮:৪৮ পিএম, ০৫ আগস্ট ২০২১ পরীমনির আইনজীবী নিয়ে দ্বন্দ্বে এজলাস ছাড়লেন বিচারক
  65. ০৮:০৮ পিএম, ০৫ আগস্ট ২০২১ আদালতের পথে পরীমনি-রাজ
  66. ০৮:০৪ পিএম, ০৫ আগস্ট ২০২১ পরীমনির ফেসবুক লাইভের বিষয়ে তদন্ত করবে র‌্যাব
  67. ০৭:৩৭ পিএম, ০৫ আগস্ট ২০২১ পরীমনি আটক : মুখ খুললেন ‘প্রথম স্বামী’
  68. ০৭:০৩ পিএম, ০৫ আগস্ট ২০২১ পরীমনিকে যেন কোনো কষ্ট দেয়া না হয় : সেফুদা
  69. ০৬:২৭ পিএম, ০৫ আগস্ট ২০২১ পরীমনির মদের লাইসেন্স ছিল মেয়াদোত্তীর্ণ : র‌্যাব
  70. ০৬:১৭ পিএম, ০৫ আগস্ট ২০২১ রাজ মাল্টিমিডিয়ার অফিসটি অনৈতিক কাজে ব্যবহার হতো : র‌্যাব
  71. ০৬:১৫ পিএম, ০৫ আগস্ট ২০২১ পরীমনির বাসায় ছিল মিনি বার : র‌্যাব
  72. ০৬:০৪ পিএম, ০৫ আগস্ট ২০২১ পরীমনি-রাজকে বনানী থানায় হস্তান্তর
  73. ০৫:৪৯ পিএম, ০৫ আগস্ট ২০২১ নজরদারিতে অনেক মডেল-অভিনেত্রী, দ্রুতই অভিযান
  74. ০৫:৪১ পিএম, ০৫ আগস্ট ২০২১ রাজের বনানীর অফিস ছিল ‘সুন্দরীদের’ আখড়া
  75. ০৫:৩০ পিএম, ০৫ আগস্ট ২০২১ বনানী থানায় নেয়া হচ্ছে রাজ-পরীমনিকে
  76. ০৫:২৭ পিএম, ০৫ আগস্ট ২০২১ পরীমনি-রাজসহ চারজনকে গ্রেফতার দেখানো হচ্ছে
  77. ০৪:৫২ পিএম, ০৫ আগস্ট ২০২১ মাদকাসক্ত ছিলেন পরীমনি, সরবরাহ করতেন রাজ
  78. ০৪:৩৫ পিএম, ০৫ আগস্ট ২০২১ পরীমনি : রহস্য, রোমাঞ্চ, মানবিকতায় সিনেমাটিক এক জীবন
  79. ০৪:৩২ পিএম, ০৫ আগস্ট ২০২১ পরীমনি-রাজের বিরুদ্ধে হচ্ছে ৩ মামলা
  80. ০২:৪৩ পিএম, ০৫ আগস্ট ২০২১ র‍্যাব ব্যবস্থা নেয়ার পর পরীমনির বিরুদ্ধে মামলা : নাসির
  81. ০২:১৩ পিএম, ০৫ আগস্ট ২০২১ পরীমনি আটক হওয়ায় অনিশ্চয়তা, যা বললেন চয়নিকা চৌধুরী
  82. ১২:৫৯ পিএম, ০৫ আগস্ট ২০২১ পরীমনির আটকের পর আতঙ্কে প্রতিবেশীরা
  83. ১২:১০ পিএম, ০৫ আগস্ট ২০২১ পরীমনি-রাজের বাসায় অভিযান নিয়ে র‍্যাবের ব্রিফিং বিকেলে
  84. ১০:৩৮ এএম, ০৫ আগস্ট ২০২১ পরীমনি, হেলেনা, পিয়াসাদের অনাচারের সাজা দরকার
  85. ০৪:০৬ এএম, ০৫ আগস্ট ২০২১ পরীমনির বাসায় অভিযান দেখে পালানোর চেষ্টা করেন রাজ
  86. ১১:৪৪ পিএম, ০৪ আগস্ট ২০২১ রাজের বাসায় চলত পর্নোগ্রাফি, মিলেছে সরঞ্জাম
  87. ১০:৩৭ পিএম, ০৪ আগস্ট ২০২১ প্রযোজক নজরুল রাজের বাসা থেকে মাদক উদ্ধার
  88. ১০:২৫ পিএম, ০৪ আগস্ট ২০২১ প্রযোজক নজরুল রাজ আটক
  89. ১০:০৮ পিএম, ০৪ আগস্ট ২০২১ ‘হরেক বোতলে মদ সেবন শখ ছিল পরীমনির’
  90. ০৯:৪২ পিএম, ০৪ আগস্ট ২০২১ র‌্যাব সদরদফতরে পরীমনি, চলছে জিজ্ঞাসাবাদ
  91. ০৯:৩৪ পিএম, ০৪ আগস্ট ২০২১ ‘মিথ্যা অপবাদ’ দেয়ায় পরীমনির বিরুদ্ধে মামলা করবেন নাসির
  92. ০৮:৫৮ পিএম, ০৪ আগস্ট ২০২১ পরীমনির কাছে পাওয়া গেল ভয়ঙ্কর মাদক এলএসডি-আইসও
  93. ০৮:৪১ পিএম, ০৪ আগস্ট ২০২১ প্রযোজক নজরুল রাজের বাসায় অভিযানে র‌্যাব
  94. ০৮:১৯ পিএম, ০৪ আগস্ট ২০২১ পরীমনির বাসায় থরে থরে মদ, মিলেছে ইয়াবাও
  95. ০৮:১১ পিএম, ০৪ আগস্ট ২০২১ র‌্যাব সদরদফতরে নেয়া হলো পরীমনিকে
  96. ০৬:৫০ পিএম, ০৪ আগস্ট ২০২১ বিপুল মাদকসহ পরীমনি আটক
  97. ০৬:৩৭ পিএম, ০৪ আগস্ট ২০২১ পরীমনির বাসায় মিলল বিপুল মাদক
  98. ০৫:৪২ পিএম, ০৪ আগস্ট ২০২১ ‘ক্যামেরা নিয়ে আসবেন, একটু বাঁচাইতে আসবেন?’
  99. ০৫:৩৮ পিএম, ০৪ আগস্ট ২০২১ ‘আমি হার্ট অ্যাটাক করব, এটা টর্চার’
  100. ০৫:০৩ পিএম, ০৪ আগস্ট ২০২১ আটক হতে পারেন পরীমনি
  101. ০৪:৩৪ পিএম, ০৪ আগস্ট ২০২১ ‘সুনির্দিষ্ট অভিযোগে’ পরীমনির বাসায় অভিযানে র‌্যাব
  102. ০৪:২২ পিএম, ০৪ আগস্ট ২০২১ বাসায় ‘অভিযান’, ফেসবুক লাইভে বলছেন পরীমনি
  103. ০৬:৩৯ পিএম, ২৪ জুন ২০২১ বোট ক্লাবে পরীমনির ১০ সেকেন্ডের ভিডিও খতিয়ে দেখবে পুলিশ
  104. ০১:৫২ পিএম, ১৭ জুন ২০২১ অল কমিউনিটি ক্লাবের ঘটনায় প্রয়োজনে পরীমনিকে জিজ্ঞাসাবাদ : ডিবি
  105. ০৯:৩৬ এএম, ১৭ জুন ২০২১ অল কমিউনিটি ক্লাবে সেদিন পরীমনির সঙ্গে যা ঘটেছিল
  106. ০৯:০৪ পিএম, ১৬ জুন ২০২১ পরীমনির বিরুদ্ধে অল কমিউনিটি ক্লাবে ভাঙচুরের অভিযোগ
  107. ০৭:০৭ পিএম, ১৬ জুন ২০২১ পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ’ জানাতে ব্রিফিং ডেকেছে অল কমিউনিটি ক্লাব
  108. ০৮:১০ পিএম, ১৫ জুন ২০২১ বেনজীর স্যার আমার কথা শুনেই ব্যবস্থা নিয়েছেন : পরীমনি
  109. ০৭:১৮ পিএম, ১৫ জুন ২০২১ ডিবি কার্যালয় থেকে বের হয়ে যা বললেন পরীমনি
  110. ০৭:০৭ পিএম, ১৫ জুন ২০২১ ‘পরীমনির অভিযোগ, শিল্পী সমিতিই তাকে আইজিপির কাছে যেতে দেয়নি’
  111. ০৬:১৯ পিএম, ১৫ জুন ২০২১ পরীমনি এত রাতে বোট ক্লাবে যাওয়ায় যা বললেন মিশা
  112. ০৪:৪৫ পিএম, ১৫ জুন ২০২১ পরীমনির মামলা : নাসির-অমিকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ
  113. ০৪:৪৩ পিএম, ১৫ জুন ২০২১ মাদক মামলায় নাসির-অমি ৭ দিনের রিমান্ডে
  114. ০৪:১৫ পিএম, ১৫ জুন ২০২১ ডিবি কার্যালয়ে পরীমনি
  115. ০৩:২৩ পিএম, ১৫ জুন ২০২১ নাসির-অমিসহ ৫ জনকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন
  116. ০৩:০৯ পিএম, ১৫ জুন ২০২১ পরীমনিকে ডিবি কার্যালয়ে তলব
  117. ০৩:০৪ পিএম, ১৫ জুন ২০২১ আদালতে নাসির-অমিসহ পাঁচজন
  118. ০২:০৭ পিএম, ১৫ জুন ২০২১ সংসদে নাসিরকে ‘ভালো লোক’ বললেন চুন্নু
  119. ০১:৫৯ পিএম, ১৫ জুন ২০২১ পরীমনির মামলা : নাসিরসহ ৬ জনের বিরুদ্ধে প্রতিবেদন ৮ জুলাই
  120. ১২:০০ পিএম, ১৫ জুন ২০২১ নতুন স্ট্যাটাসে যা বললেন পরীমনি
  121. ১১:১১ এএম, ১৫ জুন ২০২১ নাসির-অমিসহ পাঁচজনের ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ
  122. ০১:৫৪ এএম, ১৫ জুন ২০২১ নাসির-অমিসহ পাঁচজনের বিরুদ্ধে মাদকের মামলা
  123. ০৭:৫৬ পিএম, ১৪ জুন ২০২১ ঢাকা বোট ক্লাব থেকে নাসির উদ্দিনকে বহিষ্কার
  124. ০৭:৩১ পিএম, ১৪ জুন ২০২১ ফুর্তির জন্য চুক্তিতে নারী সঙ্গী রাখতেন নাসির : পুলিশ
  125. ০৬:৫৬ পিএম, ১৪ জুন ২০২১ মামলার এজাহারে যা বলেছেন পরীমনি
  126. ০৫:১২ পিএম, ১৪ জুন ২০২১ তিন ‘নারী সঙ্গী’ নিয়ে উত্তরায় লুকিয়ে ছিলেন নাসির
  127. ০৫:১০ পিএম, ১৪ জুন ২০২১ নাসিরসহ ৫ আসামি গ্রেফতার হওয়ায় যা বললেন পরীমনি
  128. ০৪:৪৬ পিএম, ১৪ জুন ২০২১ সে রাতের ঘটনা নিয়ে যা বললেন নাসির উদ্দিন
  129. ০৪:২৫ পিএম, ১৪ জুন ২০২১ নাসিরের বাসায় ‘উঠতি বয়সী নারীরা’ এসে মদ পান করতো : পুলিশ
  130. ০৩:৫২ পিএম, ১৪ জুন ২০২১ পরীমনিকে ধর্ষণচেষ্টার আসামি নাসিরের বাসায় মিলল বিদেশি মদ-ইয়াবা
  131. ০৩:৫১ পিএম, ১৪ জুন ২০২১ পরীমনির অভিযোগ অস্বীকার করে যা বললেন জায়েদ খান
  132. ০৩:২৭ পিএম, ১৪ জুন ২০২১ পরীমনিকে ধর্ষণচেষ্টায় নাসির-অমিসহ গ্রেফতার ৫
  133. ০২:৫৮ পিএম, ১৪ জুন ২০২১ পরীমনিকে ধর্ষণচেষ্টার আসামি কে এই নাসির মাহমুদ?
  134. ০১:৪৫ পিএম, ১৪ জুন ২০২১ বোট ক্লাবে পরীমনির ১৬ সেকেন্ডের ভিডিওতে কী আছে
  135. ০১:২০ পিএম, ১৪ জুন ২০২১ পরীমনির ঘটনায় জড়িতদের শাস্তি দাবি সংসদে
  136. ১২:৩৫ পিএম, ১৪ জুন ২০২১ নাসির উদ্দিনসহ ৬ জনের বিরুদ্ধে পরীমনির মামলা
  137. ১২:২৬ পিএম, ১৪ জুন ২০২১ নিরাপত্তাহীনতায় পরীমনি : বাসার পাশে পুলিশ মোতায়েন
  138. ১০:৪৯ এএম, ১৪ জুন ২০২১ পরীমনির লিখিত অভিযোগ গ্রহণ, মামলা প্রক্রিয়াধীন
  139. ০১:৫৫ এএম, ১৪ জুন ২০২১ পরীমনি অভিযোগ করলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে : পুলিশ
  140. ১২:০৫ এএম, ১৪ জুন ২০২১ নির্যাতনকারীদের নাম প্রকাশ করে যা বললেন পরীমনি
  141. ০৮:৪৬ পিএম, ১৩ জুন ২০২১ ফোন ধরেই কাঁদতে লাগলেন পরীমনি, ভয়ে বলছেন না অভিযুক্তের নাম
  142. ০৮:২৪ পিএম, ১৩ জুন ২০২১ ধর্ষণ-হত্যাচেষ্টার অভিযোগ পরীমনির, চাইলেন প্রধানমন্ত্রীর সাহায্য