সীমান্ত হত্যা বন্ধে দেশেই ক্যাটল ফার্মিং চায় বিজিবি
বাংলাদেশ সীমান্ত পেড়িয়ে ভারতে গরু আনতে গিয়ে নিহত হচ্ছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। তাছাড়া ভারতও বাংলাদেশে গরু পাচারে সীমান্তে কড়াকড়ি আরোপ করেছে। মূলত সীমান্ত হত্যা বন্ধ ও গরুর নতুন চাহিদা দেশেই পূরণে বাংলাদেশে ক্যাটল ফার্মিংকে (গরু খামার) উৎসাহিত করা উচিত বলে মন্তব্য করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ।
রোববার দুপুরে রাজধানীর ঢাকার পিলখানাস্থ বিজিবি সদর দফতরে সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
বিজিবি মহাপরিচালক বলেন, আমরা শুরু থেকেই সীমান্ত হত্যা বন্ধে জিরো টলারেন্স দেখাতে বিজিবি ও বিএসএফ যৌথভাবে কাজ করে যাচ্ছি। কিন্তু এরপরেও বন্ধ হচ্ছে না সীমান্ত হত্যা। এবারো সীমান্তে ৩৫ জন নিহত হয়েছেন বলে জানতে পেরেছি। এই সীমান্ত হত্যার প্রধান কারণ গরু আনার জন্য সীমান্ত ক্রস করে ভারতে প্রবেশ করা। এক্ষেত্রে ভারতের কড়াকড়ি লক্ষ্যণীয়।
বিজিবি মহাপরিচালক আরও বলেন, বাংলাদেশে গরুর খামার ও গরু উৎপাদনকে উৎসাহিত করা উচিত। তাহলে দেশে গরুর নতুন বাজার ও চাহিদা দেশ থেকেই পূরণ হবে। পাশাপাশি গরুর জন্য আর ভারতের উপর আমাদের নির্ভর করতে হবে না। এতে করে গরু ব্যবসায়ীরা বর্ডার লাইন ক্রস করতেও হবে না। এতে করে সীমান্ত হত্যাও বন্ধ হবে বলে মন্তব্য করেন তিনি।
জেইউ/এসএইচএস/আরআইপি