নারী নির্যাতন বন্ধে সামাজিক সচেতনতা দরকার
নারী নির্যাতন বন্ধে মূল প্রতিবন্ধকতা সচেতনতার অভাব মন্তব্য করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, আমাদের চিন্তা-ভাবনা যে ভাবে গড়ে উঠেছে তার জন্যই সমাজে নারী নির্যাতনের ঘটনা ঘটছে। নারী নির্যাতন বন্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে। তেমনি অপরাধিদের আইনের আওতায় আনতে হবে। আজ রোববার দুপুরে রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে সমকাল সুহৃদ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশের ন্যায় বিশ্বের বিভিন্ন দেশে ধর্মের নামে সহিংসতা ঘটছে। মানুুষ হত্যা করা হচ্ছে। মানুষ আমাদের আসল শক্তি-এটা যদি চিন্তায় চেতনায় নিয়ে আসা যায় তাহলে এটা বন্ধ করা সম্ভব। সহিংসতা বন্ধ করতে হবে। এটা করতে কঠোর নিয়ম ও সামাজিক সচেতনতা তৈরি করতে হবে। তরুণ প্রজন্মের তরুণদের এ জন্য সামনে নিয়ে আসতে হবে।
তিনি আরো বলেন, আমাদের সকলের দৃষ্টি ভঙ্গির পরিবর্তন করতে হবে। পুরুষের দৃষ্টি ভঙ্গি পরিবর্তন করে নারীর সমান অধিকার নিশ্চিত করতে হবে। তেমনি নারীদেরও শিক্ষিত হয়ে নিজেকে সমাজে সুুপ্রতিষ্ঠিত করতে হবে। তাহলেই নারী নির্যাতন সম্ভব।
‘তারুণ্য রুখবে সহিংসতা’ এই স্লোগান নিয়ে দৈনিক সমকালের পাঠক সংগঠন ঢাকার সুহৃদদের নিয়ে আয়োজিত উৎসবে আরো বক্তব্য রাখেন সমকাল সম্পাদক গোলাম সরোয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয়েল উপাচার্য আআমস আরেফিন সিদ্দিক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. মীজানুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, ডা. মনোয়ারা সৈয়দ হক, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, সমকালের নির্বাহী পরিচালক মেজর জেনারেল (অব.) এস এম শাহাব উদ্দীন প্রমুখ।
এনএম/জেডএইচ/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ চিন্ময় কৃষ্ণ গ্রেফতারের প্রতিবাদে ডিবিতে সনাতনী মঞ্চের নেতারা
- ২ সংঘর্ষে শিক্ষার্থী নিহতের দাবি থেকে সরে এলো মোল্লা কলেজ
- ৩ বিমানবাহিনীর গোলাবর্ষণ মহড়া, ফায়ারিং এলাকা পরিহারের অনুরোধ
- ৪ চেষ্টা করেছে পুলিশ, তবে পর্যাপ্ত বুলেটপ্রুফ হেলমেট-জ্যাকেট নেই
- ৫ মোল্লা কলেজ সেনাবাহিনীর নিয়ন্ত্রণে, বাইরে উৎসুক জনতা