দুধের ব্যবসার আড়ালে ইয়াবার কারবার করেন তিনি
চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা এলাকায় দুধ বিক্রি করেন মো. জসিম। তাই এলাকায় ‘দুধ জসিম’ নামেই পরিচিত তিনি। কিন্তু এই ব্যবসার আড়ালে ইয়াবা কারবারও করেন তিনি। পাইকারি দরে বিভিন্ন জায়গা থেকে ইয়াবা সংগ্রহ করে খুচরা বিক্রি করেন জসিম।
সোমবার (১৪ জুন) দিবাগত রাতে ডবলমুরিং থানার সুপারিওয়ালাপাড়া এলাকা থেকে ইয়াবাসহ তাকে গ্রেফতার করে পুলিশ।
জসিম কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা লইট্টার চর এলাকার মৃত আব্দুস সোবহানের ছেলে বলে জানা গেছে।
পুলিশ জানায়, জসিম মূলত দুধ বিক্রেতা। তাই এলাকায় দুধ জসিম নামেই পরিচিত। কিন্তু দুধের ব্যবসার আড়ালেই তিনি ইয়াবা বিক্রি করেন। এর আগেও তার বিরুদ্ধে মাদক আইনে দুটি মামলা হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার ২ নম্বর সুপারিওয়ালাপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জাগো নিউজকে বলেন, গ্রেফতার জসিম পুলিশি জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে দুধ ব্যবসার আড়ালে ইয়াবা ব্যবসা করার কথা স্বীকার করেছেন। এছাড়া তিনি ওই এলাকার কয়েকজন পাইকারি মাদক কারবারির নাম বলেছেন। তাদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে। জসিমকে আজ (মঙ্গলবার) সকালে আদালতে পাঠানো হয়েছে।
মিজানুর রহমান/এমআরআর/এমকেএইচ