ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

করোনায় একদিনে সবচেয়ে বেশি মৃত্যু খুলনা-রাজশাহীতে

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৫:৩০ পিএম, ০৯ জুন ২০২১

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে দেশে সংক্রমণ ও মৃত্যু মাঝে কিছুটা কমলেও তা আবারও বাড়ছে। সবশেষ গত ২৪ ঘণ্টায় ৩৬ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৯৪৯ জনে।

বুধবার (৯ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত বছর দেশে করোনা সংক্রমণের শুরু থেকেই বিভাগীয় মৃত্যুর হিসাবে খারাপ অবস্থায় ছিল ঢাকা ও চট্টগ্রাম। তবে সম্প্রতি রাজশাহী ও খুলনার সীমান্তবর্তী জেলাগুলোতে সংক্রমণ ও মৃত্যু বেড়েছে। অনেক জেলায় ভারতীয় ভ্যারিয়েন্টও শনাক্ত হচ্ছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী- মৃত্যুর হিসাবে গত ২৪ ঘণ্টায় ঢাকা ও চট্টগ্রামকে ছাড়িয়ে গেছে খুলনা ও রাজশাহী। একদিনে মোট মৃত ৩৬ জনের মধ্যে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু হয়েছে খুলনা বিভাগে। আর দ্বিতীয় সর্বোচ্চ নয়জনের মৃত্যু হয়ে রাজশাহী বিভাগে। এছাড়া ঢাকা বিভাগে ছয়জন, চট্টগ্রাম ছয়জন, খুলনায় ১০ জন, সিলেটে একজন এবং রংপুর বিভাগে চারজনের মৃত্যু হয়।

এমইউ/এএএইচ/এএসএম