ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

নৌপথ ব্যবহারে সড়কের উপর চাপ কমানো সম্ভব

প্রকাশিত: ১১:১৪ এএম, ০৫ ডিসেম্বর ২০১৫

নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, নৌ-পথে ব্যবহার বৃদ্ধি করলে একদিকে যেমন সড়কের উপর চাপ কমবে, অপরদিকে মানুষ নিরাপত্তার সঙ্গে কম খরচে যাতায়াতও করতে পারবে।

শনিবার দুপুরে সিরাজগঞ্জের শহর রক্ষা বাঁধের হার্ড পয়েন্ট এলাকায় নদী সংরক্ষণ বাঁধ ও নতুন বন্দর তৈরির স্থান পরিদর্শন শেষে সাংবাদিকের এসব কথা বলেন তিনি। এ সময় মন্ত্রীর সঙ্গে বিআইডব্লিউটিএর কর্মকর্তা ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নৌমন্ত্রী বলেন, বিভিন্ন এলাকার বন্ধ থাকা নৌবন্দরগুলো নতুন করে চালু করাসহ নতুন নতুন নৌবন্দর তৈরি করা হচ্ছে। দেশের নৌবন্দরগুলো চালু হলে শুধু মানুষ যাতায়াতই নয় স্বল্প খরচে মালামাল বহন করা সম্ভব হবে।

নৌমন্ত্রী আরো বলেন, ইতোমধ্যে দেশের বৃহত্তম নদী খননের কাজ সিরাজগঞ্জে শুরু হয়েছে। এ পাইলট প্রজেক্টের কাজ শেষ হলে এরই ধারাহিকতায় দেশের অন্যান্য এলাকাতেও করা হবে। নদীগুলোকে খনন করে চলাচলের উপযোগী করার পরিকল্পনাও বর্তমান সরকারের রয়েছে।

বাদল ভৌমিক/এআরএ/আরআইপি