চট্টগ্রামে করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ১১৪
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রাম জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬৩২ জনে।
একই সময়ের মধ্যে করোনা শনাক্ত হন ১১৪ জন। ফলে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫৪ হাজার ৩৩৫ জনে।
বুধবার (৯ জুন) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, মঙ্গলবার চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ১৬১ নমুনা পরীক্ষায় ১১৪ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ৬৬ ও উপজেলার ৪৮ জন।
জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩৯ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১৭ জন, শেভরণ হাসপাতাল ল্যাবে একজন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে আটজন ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ১৩ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
একই সময়ে চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ১৪ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে তিনজন, পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ল্যাবে একজন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ছয়জন, এপিক হাসপাতাল ল্যাবে দুইজন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে পাঁচজন এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের পাঁচজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
মিজানুর রহমান/জেডএইচ/এমকেএইচ
সর্বশেষ - জাতীয়
- ১ গণঅভ্যুত্থানে আহতদের মানসিক স্বাস্থ্যসেবার আওতায় আনা হবে
- ২ আজম-পলক পরিবারের ১৩৬ ব্যাংক হিসাব, হাজার কোটির অস্বাভাবিক লেনদেন
- ৩ প্রশাসন ছাড়া অন্য ক্যাডারে বঞ্চিত কর্মকর্তাদের আবেদনের পরামর্শ
- ৪ অন্তর্বর্তী সরকারের ওপর আস্থা কমেছে ৮ শতাংশ মানুষের
- ৫ দেড় শতাধিক যাত্রী নিয়ে মাঝ সমুদ্রে বিকল সার্ভিস বোট, পরে উদ্ধার