বিয়ের বয়স কমালে নারী সমাজ মানবে না
মেয়েদের বিয়ের বয়স ১৬ বছর করা হলে নারী সমাজ তা মেনে নিবে না। আর এ ধরণের কোন আইন হলে প্রয়োজনে আমরা আদালতে যাবো। শনিবার জাতীয় প্রেসক্লাবে নারী নির্যাতন বিষয়ক এক সেমিনারে মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সালমা আলী এ কথা বলেন। নারী ও শিশু নির্যাতন, হত্যা, অপহরণ প্রতিকার এবং প্রতিরোধ’ বিষয়ক সেমিনারের আয়োজন করে নারী ঐক্য পরিষদ।
সালমা আলী বলেন, ১৮ বছরের নিচে একজন মেয়ে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত থাকে না। আমরা রেডি আছি, আইন হলেই আদালতে যাবো। মেয়েদের বিয়ের বয়স ১৮ বছর করা হলে সেটা নারীবান্ধব হবে।
মানিকগঞ্জে বাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে নির্যাতন প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, পত্রিকায় যেটুকু আসে বাস্তবে সে অবস্থা তার চেয়েও আরও বেশি।
সেমিনারে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব তারিকুল ইসলাম, সাহিত্যিক সেলনা হোসেন, মহিলা ও শিশু অধিদফতরের প্রকল্প পরিচালক ড.আবুল হোসেন প্রমুখ।
এএস/জেডএইচ/এমএস