খোকনের বিরুদ্ধে রায় পড়া শুরু
মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় ফরিদপুরের নগরকান্দা পৌরসভার চেয়ারম্যান ও বিএনপি নেতা পলাতক জাহিদ হোসেন খোকনের রায় পড়া শুরু হয়েছে।
চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বৃহস্পতিবার সকাল ১১টায় এ মামলার রায় পড়া শুরু করেন। ট্রাইবুনালের অপর দুই সদস্য হলেন- বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হক।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বুধবার রায় ঘোষণার দিন ধার্য করেন। উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত ১৭ এপ্রিল মামলার রায় অপেক্ষমাণ রাখা হয়। এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ১২তম রায়।
জাহিদ হোসেন খোকনের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগ, ধর্মান্তরিতকরণসহ ১১টি অভিযোগ আনা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোখলেসুর রহমান বাদল সাংবাদিকদের বলেন, ‘জাহিদ হোসেনের বিরুদ্ধে আনা ১১টি অভিযোগের সব কয়টি সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি। ট্রাইব্যুনালের ২০(২) ধারা অনুযায়ী তার সর্বোচ্চ শাস্তি আশা করছি।’
অন্যদিকে, জাহিদ হোসেনের পক্ষে ট্রাইব্যুনাল নিয়োজিত আইনজীবী আব্দুস শুকুর খান সাংবাদিকদের বলেন, ‘ট্রাইব্যুনালে দায়ের করা মামলার অভিযুক্ত ব্যক্তি আর আমার মক্কেলের নাম এক নয়। তাই আমার মক্কেলের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। আশা করি বিজ্ঞ বিচারকরা তা আমলে নিয়ে আমার মক্কেলকে বেকসুর খালাস দিবেন।’
জাহিদ হোসেন খোকন নগরকান্দা পৌরসভার মেয়র ও থানা বিএনপির সভাপতির দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। অভিযোগ উঠার পর থেকেই পলাতক রয়েছেন তিনি।
২০১৩ সালের ১৯ নভেম্বর খোকনের বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে তার মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়।
২০১৩ সালের ৯ অক্টোবর মানবতাবিরোধী অপরাধে তার বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করা হয়। খোকনের বিরুদ্ধে ১৬ জন নারী ও শিশুসহ ৫০ জনকে হত্যা, তিনজনকে পুড়িয়ে হত্যা, ২ জনকে ধর্ষণ, ৯ জনকে ধর্মান্তরিত করা, ২টি মন্দিরসহ ১০টি গ্রামের বাড়িঘরে লুটপাট ও অগ্নিসংযোগ, সাতজন গ্রামবাসীকে সপরিবারে দেশান্তরে বাধ্য করা ও ২৫ জনকে নির্যাতনসহ সুনির্দিষ্ট ১১টি অভিযোগ আনা হয়।
পালাতক খোকনকে ট্রাইব্যুনালে হাজির হতে ২০১৩ সালের ৩০ জুলাই দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। পরে তাকে হাজির করতে ট্রাইব্যুনালের নির্দেশে জাতীয় দৈনিক জনকণ্ঠ ও ডেইলি স্টারে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
সর্বশেষ - জাতীয়
- ১ সামরিকসহ বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহী তুরস্ক, শিগগির জেইসির সভা
- ২ ১০ ঘণ্টা পর বকশীবাজার সড়ক ছাড়লেন ঢাকা আলিয়ার শিক্ষার্থীরা
- ৩ আলিয়া মাদরাসার অস্থায়ী আদালতে আগুন, সড়ক অবরোধ
- ৪ জেনেভা ক্যাম্পের ‘দুর্ধর্ষ সন্ত্রাসী’ চুয়া সেলিম গ্রেফতার
- ৫ দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচিতে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা