ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

করোনায় ২৪ ঘণ্টায় ঢাকার তিনগুণ মৃত্যু চট্টগ্রামে

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৭:০৩ পিএম, ০৬ জুন ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম বিভাগে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ৩৮ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ১২ জনের মৃত্যু হয় চট্টগ্রাম বিভাগে।

এছাড়া ঢাকা বিভাগে চারজন, রাজশাহীতে চারজন, খুলনায় ছয়জন, বরিশালে একজন, সিলেটে তিনজন, রংপুরে পাঁচজন এবং ময়মনসিংহ বিভাগে তিনজনের মৃত্যু হয়েছে।

করোনায় মোট মৃতের হিসেবে ঢাকা বিভাগ শীর্ষে থাকলেও গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগের চেয়ে চট্টগ্রাম বিভাগে তিনগুণ বেশি মৃত্যু হয়েছে।

রোববার (৬ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির তথ্য-উপাত্তে এ তথ্য জানা যায়।

দেশে গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত ও ১৮ মার্চ প্রথম রোগীর মৃত্যু হয়। আজ ৬ জুন পর্যন্ত সর্বমোট ৬০ লাখ ৪৯ হাজার ৮৭৩ জন রোগী শনাক্ত ও ১২ হাজার ৮৩৯ জনের মৃত্যু হয়।

মোট মৃত্যুতে শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ। এখানে সাত হাজার ২২৯ জনের (৫৬ দশমিক ৩১ শতাংশ) মৃত্যু হয়েছে। এরপরই রয়েছে চট্টগ্রাম বিভাগ। এ বিভাগে দুই হাজার ৪৫৭ জনের (১৯ দশমিক ১৪ শতাংশ) মৃত্যু হয়েছে।

অন্যান্য বিভাগের মধ্যে রাজশাহী বিভাগে ৭২৫ জন (পাঁচ দশমিক ৬৫শতাংশ), খুলনা বিভাগে ৮১৬ জন (ছয় দশমিক ৩৬ শতাংশ), বরিশাল বিভাগে ৩৮৯ জন (তিন দশমিক শূন্য ৩ শতাংশ), সিলেট বিভাগে ৪৭৩ জন (তিন দশমিক ৬৮ শতাংশ), রংপুর বিভাগে ৪৮৭ জন (তিন দশমিক ৭৯ শতাংশ) এবং ময়মনসিংহ বিভাগে ২৬৩ জনের (২ দশমিক শূন্য ৫ শতাংশ) মৃত্যু হয়েছে।

এমইউ/এমআরআর/এমকেএইচ