ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

চলন্ত বাসে ঢাবি ছাত্রীকে যৌন হয়রানি, মামলা

প্রকাশিত: ০৮:১৬ পিএম, ০৪ ডিসেম্বর ২০১৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীকে চলন্ত বাসে চালকের এক সহকারী যৌন হয়রানি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার মানিকগঞ্জ থেকে ঢাকায় আসার পথে তাকে যৌন হয়রানি করা হয় বলে অভিযোগ করেন ওই ছাত্রী।

এ ঘটনায় ওই শিক্ষার্থী রাজধানীর দারুস সালাম থানায় ওইদিনই (শুক্রবার) বিকেলে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে উপপরিদর্শক এসআই খাদিজাতুজ সালেহা জানিয়েছেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

অভিযোগকারী তৃতীয় বর্ষের ওই শিক্ষার্থী বলেন, ‘সামনের দিকের সিটে বসেছিলাম। একবারে পেছনের দিকে মাত্র কয়েকজন যাত্রী ছিল। সিংগাইর পার হওয়ার পর আমার পাশের খালি সিটে মামুন নামে চালকের এক সহকারী বসে গায়ে হাত দেওয়ার চেষ্টা করে। পরে অশ্লীল কথা বলে’।

প্রতিবাদ করলে আরো অশ্লীল কথা’ বলে মাঝপথে বাস থেকে তাকে নামিয়ে দিতে চেয়েছিল জানিয়ে তিনি বলেন, ‘পরে অন্য কয়েকজন যাত্রী এগিয়ে আসায় তা পারেনি। গাবতলী নেমে থানায় এসেছি’।

মামুন নামটি ওই বাসের চালকের আরেক সহকারীর কাছে শুনেছেন বলে জানান ওই শিক্ষার্থী।

একে