ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পথশিশুকে ধর্ষণের পর অমানবিক নির্যাতন, টাইগার সিদ্দিক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৫৪ পিএম, ০৫ জুন ২০২১

রাজধানীর কেরানীগঞ্জে এক পথশিশুকে ধর্ষণ ও অমানবিক নির্যাতনের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতার ওই ব্যক্তির নাম মো. সিদ্দিক ওরফে টাইগার সিদ্দিক (৩৫)।

র‍্যাব জানায়, এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর চাঞ্চল্যের সৃষ্টি হয়।

শনিবার (৫ জুন) রাতে জাগো নিউজকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব।

তিনি বলেন, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে এক পথশিশুকে কেরানীগঞ্জের ভিকটোরিয়া পার্ক থেকে চাকুর ভয় দেখিয়ে তুলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে গ্রেফতার সিদ্দিক ওরফে টাইগার সিদ্দিক।

ধর্ষণের পর শিশুটিকে মধ্যযুগীয় কায়দায় অমানুষিক নির্যাতন করা হয়। ওই ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে।

এছাড়া এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে র‍্যাব-১০ ওই ঘটনায় ছায়া-তদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারি বাড়ায়।

এএসপি এনায়েত কবীর সোয়েব আরও বলেন, এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার রাতে র‍্যাবের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কেরানীগঞ্জ মডেল থানার মনু মিয়ার ঢাল এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি টাইগার ছিদ্দিককে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার টাইগার ছিদ্দিক ভিকটিমকে ধর্ষণ ও নির্যাতন করার কথা স্বীকার করেন। তাকে কেরানীগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

টিটি/এআরএ/জিকেএস