ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বাজেট প্রত্যাখ্যান করে গণতান্ত্রিক ফ্রন্টের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:১৬ পিএম, ০৪ জুন ২০২১

২০২১-২২ অর্থবছরের ঘোষিত জাতীয় বাজেট প্রত্যাখ্যান করে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এর বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে জাতীয় বাজেট প্রত্যাখ্যান করেন গণতান্ত্রিক ফ্রন্টের নেতা কর্মীরা।

সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সহ-সভাপতি খলিলুর রহমান ও পরিচালনা করেন কেন্দ্রীয় সদস্য আতিকুল ইসলাম টিটু।

বক্তারা বলেন বাজেট গতানুগতিক ও ধারাবাহিকতা রক্ষা করায় লাভবান হবে বা হয়ে চলেছে প্রচলিত আর্থ-সামাজিক ব্যবস্থার ধারক-বাহক ও কায়েমী স্বার্থবাদীরা। তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে ১৯৭২ সালে দেশে কোটিপতি ছিল ৫ জন আর বর্তমানে ২০২০ সালের ডিসেম্বর মাস পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের সূত্র মতে কোটি টাকার বেশি জমা থাকা আমানতের সংখ্যা ৯৩ হাজার ৮৯০টি। এই পরিসংখ্যান থেকে বোঝা যায়, প্রচলিত রাষ্ট্র ব্যবস্থায় জাতীয় বাজেটের সুফল ভোগকারী কারা।

তারা আরও বলেন, ১৯৭২-৭৩ অর্থবছরের ঘোষিত বাজেটের আকার ছিল ৭৮৬ কোটি টাকা আর ২০২১-২২ অর্থবছরের বাজেটের আকার ৬,০৩,৬৮১ কোটি টাকা। বাংলাদেশের ৫০ বছরে বাজেট বৃদ্ধির হার ৭৬৮% আর মাথাপিছু বৈদেশিক ঋণ হচ্ছে ২৩,৪২৪ টাকা।

বাজেটকে জাতীয় ও জনস্বার্থমুখী করতে জাতীয় গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম অগ্রসর করার লক্ষ্যে শ্রমিক-কৃষক-মেহনতি জনগণের প্রতি উদাত্ব আহ্বান জানান তারা।

এফএইচ/এমএইচআর/এএসএম