ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

‘ইয়াসে’ বিধ্বস্ত ২৬ হাজার ঘরবাড়ি, ক্ষতিগ্রস্ত ১৫ লাখ মানুষ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০১:২০ পিএম, ০৩ জুন ২০২১

সম্প্রতি ঘূর্ণিঝড় ‘ইয়াস’ ভারতের উপকূলে আঘাত হানলেও বাংলাদেশে এর প্রভাব পড়ে। ‘ইয়াস’র প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাস, ভারী বৃষ্টির সঙ্গে বয়ে যায় ঝড়ো হাওয়া। এতে বাঁধ, ঘরবাড়ি ভেঙে যায়। ক্ষতির মুখে পড়ে উপকূলের হাজার হাজার মানুষ।

দুর্যোগের পর স্থানীয় প্রশাসনের দেয়া প্রাথমিক তথ্যের ভিত্তিতে ক্ষয়ক্ষতির পরিসংখ্যান তৈরি করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর। আনুমানিক ক্ষয়ক্ষতি ও জরুরি চাহিদা (এসওএস) নিরূপণ ফরমের মাধ্যমে পাঠানো তথ্যের ভিত্তিতে এই ক্ষতির পরিসংখ্যান তৈরি করা হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, দেশের ১৬ জেলার ৮২ উপজেলা এবং ১৩ পৌরসভায় ঘূর্ণিঝড় ‘ইয়াস’র প্রভাব পড়ে। এতে ক্ষতিগ্রস্ত হয় ১৫ লাখ মানুষ। বিধ্বস্ত হয়েছে প্রায় ২৬ হাজার ঘরবাড়ি এবং মারা গেছে নয়জন।

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় ‘ইয়াস’ গত ২৬ মে দুপুর ১২টা থেকে ৩টার মধ্যে ভারতের ডামরার উত্তর এবং বালাশোরের দক্ষিণ দিক দিয়ে ভারতের উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করে।

এ বিষয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক মো. আতিকুল হক জাগো নিউজকে বলেন, ‘এসও-এস ফরমে স্থানীয় প্রশাসন থেকে আমরা ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব পেয়েছি। তবে এটি যাচাই করা না। জেলা প্রশাসনের সব ডিপার্টমেন্ট মিলে ডি-ফরমে চূড়ান্ত হিসাব পাঠাবে। সেই হিসাবটাই মূলত বিবেচনায় নেয়া হবে। দুর্যোগ শেষ হওয়ার ২১ দিনের মধ্যে এই হিসাব জেলা প্রশাসন থেকে পাঠানোর নিয়ম।’

‘ইয়াসে’ সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে সাতক্ষীরা জেলায়। এই জেলায় ৯৪ হাজার ৮৫০ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সাতক্ষীরার আশাশুনি, দেবহাটা, কালীগঞ্জ, শ্যামনগর উপজেলার পৌনে ছয় কিলোমিটার বেড়িবাঁধ জলোচ্ছ্বাসে ভেঙে গেছে। এছাড়াও ছয় হাজার ৭৩৮ হেক্টর মাছের ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে।

বাগেরহাট জেলায় ২৪ হাজার ৯১৬ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখানে ৬৯০টি ঘরবাড়ি আংশিক বিধ্বস্ত হয়েছে। বরগুনায় বিভিন্ন উপজেলার ১৭ হাজার ৩২০ জন মানুষ ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জেলায় এক হাজার ৮০০টি ঘরবাড়ি আংশিক বিধ্বস্ত হয়েছে।

বরিশালের ১০ উপজেলা এবং ছয় পৌরসভার এক লাখ ২৭ হাজার ১৬২ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, বরিশালে এক হাজার ২০০ ঘরবাড়ি আংশিক ও সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে।

ভোলার বোরহানউদ্দিন, দৌলতখান, লালমোহন, তজুমদ্দিন, চরফ্যাশন, মনপুরায় প্রভাবে পড়েছে ঘূর্ণিঝড়ের। ক্ষতিগ্রস্ত হয়েছে এক লাখ ৬৯ হাজার ২৬০ জন মানুষ। ভোলায় সাত হাজার ৭৩০টি ঘরবাড়ি আংশিক এবং তিন হাজার ৫৭৯টি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে।

কক্সবাজারে ২০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুই হাজার ৪৭০টি ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ফেনীতে ২০০ বাড়িঘর আংশিক বিধ্বস্ত হয়েছে। ঝালকাঠির এক লাখ ৪৯ হাজার মানুষ ঘূর্ণিঝড়ে ক্ষতির মুখে পড়েছেন, ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে ৫০টি।

খুলনার চার উপজেলায় দুই হাজার ২৪০টি ঘরবাড়ি আংশিক ও সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন সাড়ে ছয় হাজার মানুষ। লক্ষ্মীপুরে ২২ হাজার মানুষ ঘূর্ণিঝড়ের কারণে ক্ষতির মুখে পড়েছেন।

এছাড়াও নোয়াখালীতে দুই লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং ১০০টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। পটুয়াখালীর আট উপজেলার পাঁচ লাখ ৫৯ হাজার ৩৬৩ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ জেলায় চার হাজার ২০৯টি বাড়িঘর আংশিক এবং ৪৮৪টি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। পিরোজপুরে এক লাখ আট হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ঝিনাইদহে ৯৪টি বাড়িঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরএমএম/এআরএ/এএসএম

টাইমলাইন

  1. ০১:২০ পিএম, ০৩ জুন ২০২১ ‘ইয়াসে’ বিধ্বস্ত ২৬ হাজার ঘরবাড়ি, ক্ষতিগ্রস্ত ১৫ লাখ মানুষ
  2. ০৭:২৪ পিএম, ২৮ মে ২০২১ ইয়াসের তাণ্ডবে মোংলা ও সুন্দরবনে ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি
  3. ০৪:২৯ পিএম, ২৮ মে ২০২১ বিপৎসীমার নিচে নেমেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদীর পানি
  4. ০৯:২৭ পিএম, ২৭ মে ২০২১ মোংলায় ঘূর্ণিঝড় ইয়াস পরবর্তী জলোচ্ছ্বাস অব্যাহত
  5. ০৭:৫২ পিএম, ২৭ মে ২০২১ ঘূর্ণিঝড় ‘ইয়াসেই’ হালদার সর্বনাশ
  6. ০৭:২২ পিএম, ২৭ মে ২০২১ পানিবন্দি ঘরবাড়ি, চিড়া-মুড়ি খেয়ে দিন কাটছে শতাধিক পরিবারের
  7. ০৭:১৪ পিএম, ২৭ মে ২০২১ খুলনায় নতুন এলাকা প্লাবিত : পানিবন্দি মানুষের মানবেতর জীবন
  8. ০৩:১৮ পিএম, ২৭ মে ২০২১ পটুয়াখালীতে আজও উত্তাল সাগর, বইছে ঝড়ো হাওয়া
  9. ০২:৩০ পিএম, ২৭ মে ২০২১ ‘ইয়াস’র প্রভাবে ঝড়-বৃষ্টি থাকবে আরও ২ দিন
  10. ১২:৫০ পিএম, ২৭ মে ২০২১ জোয়ারে ক্ষতিগ্রস্ত বাঁধ, আতঙ্কে হাতিয়ার ৭ লাখ বাসিন্দা
  11. ১২:২৯ পিএম, ২৭ মে ২০২১ জোয়ারে তলিয়ে গেছে বিয়েবাড়ি, কোলে পার হলেন বর-কনে
  12. ১২:১৬ পিএম, ২৭ মে ২০২১ সুন্দরবন থেকে লোকালয়ে আসা ২ চিত্রা হরিণ উদ্ধার
  13. ১০:৫২ এএম, ২৭ মে ২০২১ জোয়ারে সুন্দরবন থেকে ভেসে এলো ৪ মৃত হরিণ
  14. ১০:৪৬ এএম, ২৭ মে ২০২১ ঝড়ে সুন্দরবনের ১৯ জেটি বিধ্বস্ত, ক্ষয়ক্ষতি নিরূপণে ৪ কমিটি
  15. ০৮:৪৫ এএম, ২৭ মে ২০২১ জোয়ারের পানি আরও বাড়ার আশঙ্কা, ৩ নম্বর সংকেত বহাল
  16. ০৯:১৬ পিএম, ২৬ মে ২০২১ ঘূর্ণিঝড় ইয়াস পরবর্তী অবস্থা মোকাবিলায় প্রস্তুত নৌবাহিনী
  17. ০৮:৫৯ পিএম, ২৬ মে ২০২১ ভোলায় ২৫০ ঘরবাড়ি বিধ্বস্ত, ভেসে গেছে দুই হাজার গবাদিপশু
  18. ০৮:৪২ পিএম, ২৬ মে ২০২১ ঘূর্ণিঝড়ে পশ্চিমবঙ্গে এক কোটি মানুষ ক্ষতিগ্রস্ত
  19. ০৭:৫৪ পিএম, ২৬ মে ২০২১ আ.লীগ নেতার বসতঘরে হাঁটুপানি
  20. ০৬:৩৬ পিএম, ২৬ মে ২০২১ দুর্বল হলো ‘ইয়াস’, এড়ানো গেছে বড় ক্ষয়ক্ষতি
  21. ০৬:৩৫ পিএম, ২৬ মে ২০২১ বাগেরহাটে জোয়ারের পানিতে প্লাবিত ২০ গ্রাম
  22. ০৬:১৯ পিএম, ২৬ মে ২০২১ উপকূল অতিক্রম করেছে ইয়াস, হয়েছে কিছুটা দুর্বল
  23. ০৬:১৬ পিএম, ২৬ মে ২০২১ ঘূর্ণিঝড় ইয়াস : হাতিয়ায় পানিবন্দি লক্ষাধিক মানুষ
  24. ০৫:৫৮ পিএম, ২৬ মে ২০২১ মোংলায় জলোচ্ছ্বাসে পানিবন্দি ৪০০ পরিবার, দেয়া হচ্ছে খাদ্য সহায়তা
  25. ০৫:৪৪ পিএম, ২৬ মে ২০২১ ঘূর্ণিঝড় ইয়াস : খুলনায় বাঁধ ভেঙে ৪০ গ্রাম প্লাবিত
  26. ০৪:১৫ পিএম, ২৬ মে ২০২১ ঘূর্ণিঝড় ইয়াস : মোংলায় তলিয়ে গেছে চারশতাধিক বসতঘর
  27. ০৪:০৫ পিএম, ২৬ মে ২০২১ তলিয়ে গেছে কুতুবদিয়ার লোকালয়, আশ্রয়কেন্দ্রে কয়েক হাজার মানুষ
  28. ০৪:০৩ পিএম, ২৬ মে ২০২১ বিপৎসীমার ৬৪ সেমি ওপরে বইছে পানি, প্লাবিত অর্ধশতাধিক গ্রাম
  29. ০৩:৫২ পিএম, ২৬ মে ২০২১ পানিতে একাকার বাগদা-গলদার ঘের
  30. ০৩:২৯ পিএম, ২৬ মে ২০২১ ঘূর্ণিঝড় ইয়াসেও স্বাভাবিক চট্টগ্রাম বন্দর
  31. ০২:৫৫ পিএম, ২৬ মে ২০২১ ঘূর্ণিঝড় ‘ইয়াস’ : জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত ৯ জেলার ২৭ উপজেলা
  32. ০১:৩৯ পিএম, ২৬ মে ২০২১ ইয়াসের প্রভাবে ঢাকায় হালকা বাতাস-বৃষ্টি
  33. ০১:০৩ পিএম, ২৬ মে ২০২১ ৩-৪ ঘণ্টার মধ্যে উপকূল অতিক্রম করতে পারে ইয়াস
  34. ১২:৫৯ পিএম, ২৬ মে ২০২১ বাগেরহাটে নদীর পানি বিপৎসীমার ওপরে, পানিবন্দি মানুষ
  35. ১২:৫১ পিএম, ২৬ মে ২০২১ আজও দৌলতদিয়া-পাটুরিয়ায় লঞ্চ বন্ধ, চলছে ফেরি
  36. ১২:৪৫ পিএম, ২৬ মে ২০২১ ইয়াসে বিধ্বস্ত সেন্টমার্টিন
  37. ১২:৩৩ পিএম, ২৬ মে ২০২১ ঘূর্ণিঝড়ের সময় সুরক্ষিত থাকবেন যেভাবে
  38. ১২:১৮ পিএম, ২৬ মে ২০২১ ফেরি বন্ধ, তবুও নেয়া হচ্ছে ভাড়া
  39. ১১:২৮ এএম, ২৬ মে ২০২১ ইয়াস : পরবর্তী উদ্ধার-ত্রাণ তৎপরতায় প্রস্তুত সশস্ত্র বাহিনী
  40. ১১:১৪ এএম, ২৬ মে ২০২১ উপকূল অতিক্রম করছে ইয়াস, আঘাত হানছে না বাংলাদেশে
  41. ১০:৫৬ এএম, ২৬ মে ২০২১ ঘূর্ণিঝড় ইয়াস : চট্টগ্রামে প্রস্তুত ২৮৬ মেডিকেল টিম
  42. ১০:৩১ এএম, ২৬ মে ২০২১ ওড়িশায় আঘাত হেনেছে ইয়াস
  43. ১০:২৫ এএম, ২৬ মে ২০২১ উপকূল থেকে কিছুটা দূরে সরে গেল ইয়াস
  44. ০৯:৩৪ এএম, ২৬ মে ২০২১ ইয়াস : খুলনায় খোলা হয়েছে সহস্রাধিক আশ্রয়কেন্দ্র
  45. ০৯:২৪ এএম, ২৬ মে ২০২১ ওড়িশা থেকে ৬০ কিমি দূরে ইয়াস, দুপুরে আছড়ে পড়ার শঙ্কা
  46. ০৯:০২ এএম, ২৬ মে ২০২১ নিঝুমদ্বীপের ১৫ হাজার অধিবাসী নিরাপদ আশ্রয়ে
  47. ০৮:৪২ এএম, ২৬ মে ২০২১ ঘূর্ণিঝড় ইয়াস : মোংলা থেকে ৩২০ কিলোমিটার দূরে
  48. ০৯:০২ পিএম, ২৫ মে ২০২১ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিল ইয়াস, ৬ ফুট উচ্চতার জোয়ারের শঙ্কা
  49. ০৫:০৭ পিএম, ২৫ মে ২০২১ ঘূর্ণিঝড় ‘ইয়াস’ : নৌযান চলাচল বন্ধ
  50. ০৫:০৬ পিএম, ২৫ মে ২০২১ ঘূর্ণিঝড় ইয়াস : সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
  51. ০২:৩৭ পিএম, ২৫ মে ২০২১ ১০০ কি.মি. বেগে আছড়ে পড়বে ইয়াস, প্লাবিত হওয়ার শঙ্কা
  52. ০৮:১৩ এএম, ২৫ মে ২০২১ প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ইয়াস
  53. ০৬:৪২ পিএম, ২৪ মে ২০২১ ভিডিওতে ঘূর্ণিঝড় ‘ইয়াস’র সম্ভাব্য গতিপথ
  54. ০৫:১৩ পিএম, ২৪ মে ২০২১ ঘূর্ণিঝড় ‘ইয়াস’ থেকে ফসল রক্ষায় পরামর্শ
  55. ০৪:১৭ পিএম, ২৪ মে ২০২১ বুধবার খুলনা উপকূল অতিক্রম করতে পারে ‘ইয়াস’
  56. ০১:২৮ পিএম, ২৪ মে ২০২১ ইয়াসের প্রভাবে কাল রাত থেকে বৃষ্টি, প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল
  57. ১০:৫২ এএম, ২৪ মে ২০২১ সাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি, সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত
  58. ১০:২১ এএম, ২৪ মে ২০২১ অতি শক্তিশালী ঘূর্ণিঝড় হয়ে আছড়ে পড়বে ইয়াস
  59. ০৮:৪০ এএম, ২৪ মে ২০২১ ঘূর্ণিঝড় ইয়াস : ৬০ কি.মি. বেগে নিম্নচাপ রূপ নিয়েছে গভীর নিম্নচাপে
  60. ১০:০১ পিএম, ২৩ মে ২০২১ ঘূর্ণিঝড় ইয়াস : এবারও সুরক্ষা প্রাচীর হয়ে দাঁড়াতে পারে সুন্দরবন
  61. ০৯:১১ পিএম, ২৩ মে ২০২১ চট্টগ্রামের ওপর দিয়ে বয়ে যেতে পারে ঘূর্ণিঝড় ইয়াস
  62. ০৫:০০ পিএম, ২৩ মে ২০২১ ঘূর্ণিঝড় ইয়াস : সাতক্ষীরায় প্রস্তুত ১৬৪৫ আশ্রয়কেন্দ্র
  63. ০৪:১৮ পিএম, ২৩ মে ২০২১ ঘূর্ণিঝড় ইয়াস : নিম্নচাপটি কক্সবাজার থেকে ৬১৫ কিলোমিটার দূরে
  64. ০৮:১৬ এএম, ২৩ মে ২০২১ ঘূর্ণিঝড় ইয়াস : লঘুচাপটি পরিণত হয়েছে সুস্পষ্ট লঘুচাপে
  65. ০৯:০০ পিএম, ২২ মে ২০২১ ইয়াস কি আমফানের চাইতে শক্তিশালী?
  66. ০৭:৫৫ পিএম, ২২ মে ২০২১ ‘রোববার ২, সোমবার ৪ নম্বর সতর্ক সংকেত’
  67. ০৪:৩৩ পিএম, ২২ মে ২০২১ ঘূর্ণিঝড় ইয়াস : সমুদ্রবন্দরে ১ নম্বর সংকেত
  68. ০১:১৬ পিএম, ২২ মে ২০২১ সুপার সাইক্লোন হয়ে উঠতে পারে ‘ইয়াস’, সতর্ক করা হবে পুরো উপকূলকে
  69. ১২:৩২ পিএম, ২২ মে ২০২১ ঘূর্ণিঝড় ইয়াস : ২৪ ঘণ্টার মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস
  70. ১১:০৩ এএম, ২২ মে ২০২১ ঘূর্ণিঝড় ইয়াস : ২৩ মের মধ্যে সব নৌকা-ট্রলারকে ফেরার সতর্কবার্তা
  71. ০৭:০১ পিএম, ২১ মে ২০২১ ঘূর্ণিঝড় ইয়াস : ২৬ মে খুলনা উপকূলে আঘাত হানতে পারে
  72. ১০:০৬ এএম, ১৯ মে ২০২১ ২৩-২৪ মে লঘুচাপ সৃষ্টি, ঘূর্ণিঝড়ের আশঙ্কা