করোনায় চট্টগ্রামে আরেক চিকিৎসকের মৃত্যু
করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের শিশু বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. ফরিদুল আলমের মৃত্যু হয়েছে।
রোববার (৩০ মে) দিবাগত রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী।
তিনি বলেন, ‘ডা. ফরিদ দীর্ঘ দুই মাস করোনা আক্রান্ত থাকার পর রোববার দিবাগত রাতে মৃত্যুবরণ করেছেন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের ১৭তম ব্যাচের ছাত্র ছিলেন। তার গ্রামের বাড়ি লোহাগাড়া উপজেলায়।’
গত শুক্রবার রাতে করোনা-পরবর্তী জটিলতায় মারা যান বিএমএ চট্টগ্রাম শাখার সাবেক সভাপতি এ এ গোলাম মর্তুজা হারুন।
মিজানুর রহমান/জেএইচ/জেআইএম