ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

স্বাস্থ্যবিধি মেনে আম কেনাবেচার পরামর্শ

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৬:০৬ পিএম, ৩০ মে ২০২১

স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরীন করোনার সংক্রমণ রোধে আম বেচাকেনার সঙ্গে জড়িত সবাইকে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন।

রোববার (৩০ মে) দুপুরে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে তিনি এ পরামর্শ দেন।

অধ্যাপক তাহমিনা শিরীন বলেন, ‘বর্তমানে আমের মৌসুম চলছে। দেশের মানুষের কাছে আম একটি সুস্বাদু ও জনপ্রিয় ফল। অনেক পরিবার আমের বাণিজ্যের ওপর নির্ভরশীল। ফলে আমের বাজারজাত করার ক্ষেত্রে খোলা জায়গায় স্বল্প পরিসরে আম কেনাবেচা করতে হবে। বর্তমানে ই-কমার্স অর্থাৎ অনলাইনেও বিভিন্ন পণ্য বিক্রি জনপ্রিয় হচ্ছে। ই-কর্মাসের মাধ্যমেও আমের কেনাবেচা স্বাস্থ্য ঝুঁকি হ্রাস করতে পারে।’

jagonews24

আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরীন

আইইডিসিআর পরিচালক বলেন, ‘করোনার বিভিন্ন ধরনের ভ্যারিয়েন্ট চিহ্নিত হচ্ছে এবং তা হতেই থাকবে। প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চললে এ রোগের সংক্রমণ থেকে রক্ষা পাওয়া সম্ভব।’

এমইউ/এমআরআর/জেআইএম