চট্টগ্রামে একদিনে আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ৮২
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৮২ জন।
এ নিয়ে চট্টগ্রাম জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬১৪ জনে এবং আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ হাজার ২৫১ জনে।
রোববার (৩০ মে) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গতকাল শনিবার (২৯ মে) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ৭৩৭টি নমুনা পরীক্ষায় ৮২ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। তাদের মধ্যে নগরের ৪৯ জন ও উপজেলার ৩৩ জন।
জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ২৯ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৬ জন এবং চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ছয়জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
একই সময়ে শেভরণ হাসপাতাল ল্যাবে ১৮ জন ও জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ১৩ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
মিজানুর রহমান/এএএইচ/জিকেএস