ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

টানা চারদিন করোনায় সর্বোচ্চ মৃত্যু চট্টগ্রামে

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৫:৫০ পিএম, ২৮ মে ২০২১

করোনা আক্রান্ত রোগী মৃত্যুতে টানা চতুর্থ দিনের মতো শীর্ষে রয়েছে চট্টগ্রাম বিভাগ। শুক্রবার (২৮ মে) এই বিভাগে আরও ১০ জন রোগীর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৮ জন পুরুষ ও ১৩ জন নারী। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৫১১ জন।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে চট্টগ্রাম বিভাগে ১০ জন, ঢাকা বিভাগে ১০ জন, রাজশাহী বিভাগে দুইজন, খুলনা বিভাগে ছয়জন, সিলেট বিভাগে একজন ও রংপুর বিভাগে দুইজন রয়েছেন।

এদিকে স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, গত চারদিনে চট্টগ্রাম বিভাগে করোনায় মোট ৪১ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে আজ (২৮ মে) ১০ জন, বৃহস্পতিবার (২৭ মে) পাঁচজন, বুধবার (২৬ মে) আটজন এবং মঙ্গলবার (২৫ মে) ১৮ জনের মৃত্যু হয়।

এমইউ/এমআরআর/এএসএম