ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

‘ইয়াস’র প্রভাবে ঝড়-বৃষ্টি থাকবে আরও ২ দিন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০২:৩০ পিএম, ২৭ মে ২০২১

ঘূর্ণিঝড় ‘ইয়াস’ ভারতে চলে গেলেও বাংলাদেশে এর প্রভাব রয়েছে। এ কারণে আগামী দু’দিন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে পশ্চিম অংশে ঝড়-বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

ঘূর্ণিঝড় দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হলেও এর প্রভাবের কারণে বাংলাদেশের সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। অভ্যন্তরীণ নদী বন্দরগুলোতে দেখাতে বলা হয়েছে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত।

বৃহস্পতিবার সকাল থেকেই ঢাকার আকাশ মেঘলা রয়েছে। গত দু’দিন ধরে সব বিভাগেই বৃষ্টি হচ্ছে।

আবহাওয়াবিদ মো. আফতাব উদ্দিন বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে জাগো নিউজকে বলেন, ‘ঘূর্ণিঝড় ইয়াস চলে গেলেও এর প্রভাব থাকবে আরও দুদিন। এ সময়ে বৃষ্টি হবে, বিশেষ করে দেশের পশ্চিমাঞ্চলে বৃষ্টিটা বেশি হবে। সঙ্গে থাকবে ঝোড়ো বাতাস। তবে দেশের পূর্বাংশে ঝড় বৃষ্টিটা কম থাকবে। দু’দিন পর ঝড়-বৃষ্টি অনেকটাই কমে আসবে।’

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ‘উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও কাছাকাছি এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘ইয়াস’ আরও ঘনীভূত হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয় এবং উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বুধবার (২৬ মে) মে দুপুর ১২টা থেকে তিনটার মধ্যে ভারতের ডামরার উত্তর এবং বালাশোরের দক্ষিণ দিক দিয়ে ভারতের উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করে। এটি পরবর্তী সময়ে স্থলভাগের উপর দিয়ে আরও উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে প্রথমে প্রবল ঘূর্ণিঝড়, পরবর্তী সময়ে ঘূর্ণিঝড় এবং গভীর নিম্নচাপে পরিণত হয়ে বৃহস্পতিবার সকাল ৬টায় ভারতের ওড়িশা ও কাছাকাছি ঝাড়খন্ড এলাকায় অবস্থান করছিল। এটি স্থলভাগের উপর দিয়ে আরও উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমশ দুর্বল হয়ে যেতে পারে।’

এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপ পার্থক্যের আধিক্য বিরাজ করছে। সাগর উত্তাল রয়েছে। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আবহাওয়া অধিদফতরের সতর্কবার্তায়।

দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ফরিদপুর, ঢাকা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্রগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ-পূর্ব বা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কি.মি. বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।’

এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলের উপর দিয়ে একই দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কি.মি. বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের পশ্চিমাঞ্চলে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে। এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

বুধবার সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত সব বিভাগে বৃষ্টি হয়েছে। এ সময় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে খুলনার মোংলায়। মোংলায় ২৪ ঘণ্টায় ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে এ সময়ে ঢাকায় সামান্য বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

আরএমএম/এমএইচআর/এএসএম

টাইমলাইন

  1. ০১:২০ পিএম, ০৩ জুন ২০২১ ‘ইয়াসে’ বিধ্বস্ত ২৬ হাজার ঘরবাড়ি, ক্ষতিগ্রস্ত ১৫ লাখ মানুষ
  2. ০৭:২৪ পিএম, ২৮ মে ২০২১ ইয়াসের তাণ্ডবে মোংলা ও সুন্দরবনে ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি
  3. ০৪:২৯ পিএম, ২৮ মে ২০২১ বিপৎসীমার নিচে নেমেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদীর পানি
  4. ০৯:২৭ পিএম, ২৭ মে ২০২১ মোংলায় ঘূর্ণিঝড় ইয়াস পরবর্তী জলোচ্ছ্বাস অব্যাহত
  5. ০৭:৫২ পিএম, ২৭ মে ২০২১ ঘূর্ণিঝড় ‘ইয়াসেই’ হালদার সর্বনাশ
  6. ০৭:২২ পিএম, ২৭ মে ২০২১ পানিবন্দি ঘরবাড়ি, চিড়া-মুড়ি খেয়ে দিন কাটছে শতাধিক পরিবারের
  7. ০৭:১৪ পিএম, ২৭ মে ২০২১ খুলনায় নতুন এলাকা প্লাবিত : পানিবন্দি মানুষের মানবেতর জীবন
  8. ০৩:১৮ পিএম, ২৭ মে ২০২১ পটুয়াখালীতে আজও উত্তাল সাগর, বইছে ঝড়ো হাওয়া
  9. ০২:৩০ পিএম, ২৭ মে ২০২১ ‘ইয়াস’র প্রভাবে ঝড়-বৃষ্টি থাকবে আরও ২ দিন
  10. ১২:৫০ পিএম, ২৭ মে ২০২১ জোয়ারে ক্ষতিগ্রস্ত বাঁধ, আতঙ্কে হাতিয়ার ৭ লাখ বাসিন্দা
  11. ১২:২৯ পিএম, ২৭ মে ২০২১ জোয়ারে তলিয়ে গেছে বিয়েবাড়ি, কোলে পার হলেন বর-কনে
  12. ১২:১৬ পিএম, ২৭ মে ২০২১ সুন্দরবন থেকে লোকালয়ে আসা ২ চিত্রা হরিণ উদ্ধার
  13. ১০:৫২ এএম, ২৭ মে ২০২১ জোয়ারে সুন্দরবন থেকে ভেসে এলো ৪ মৃত হরিণ
  14. ১০:৪৬ এএম, ২৭ মে ২০২১ ঝড়ে সুন্দরবনের ১৯ জেটি বিধ্বস্ত, ক্ষয়ক্ষতি নিরূপণে ৪ কমিটি
  15. ০৮:৪৫ এএম, ২৭ মে ২০২১ জোয়ারের পানি আরও বাড়ার আশঙ্কা, ৩ নম্বর সংকেত বহাল
  16. ০৯:১৬ পিএম, ২৬ মে ২০২১ ঘূর্ণিঝড় ইয়াস পরবর্তী অবস্থা মোকাবিলায় প্রস্তুত নৌবাহিনী
  17. ০৮:৫৯ পিএম, ২৬ মে ২০২১ ভোলায় ২৫০ ঘরবাড়ি বিধ্বস্ত, ভেসে গেছে দুই হাজার গবাদিপশু
  18. ০৮:৪২ পিএম, ২৬ মে ২০২১ ঘূর্ণিঝড়ে পশ্চিমবঙ্গে এক কোটি মানুষ ক্ষতিগ্রস্ত
  19. ০৭:৫৪ পিএম, ২৬ মে ২০২১ আ.লীগ নেতার বসতঘরে হাঁটুপানি
  20. ০৬:৩৬ পিএম, ২৬ মে ২০২১ দুর্বল হলো ‘ইয়াস’, এড়ানো গেছে বড় ক্ষয়ক্ষতি
  21. ০৬:৩৫ পিএম, ২৬ মে ২০২১ বাগেরহাটে জোয়ারের পানিতে প্লাবিত ২০ গ্রাম
  22. ০৬:১৯ পিএম, ২৬ মে ২০২১ উপকূল অতিক্রম করেছে ইয়াস, হয়েছে কিছুটা দুর্বল
  23. ০৬:১৬ পিএম, ২৬ মে ২০২১ ঘূর্ণিঝড় ইয়াস : হাতিয়ায় পানিবন্দি লক্ষাধিক মানুষ
  24. ০৫:৫৮ পিএম, ২৬ মে ২০২১ মোংলায় জলোচ্ছ্বাসে পানিবন্দি ৪০০ পরিবার, দেয়া হচ্ছে খাদ্য সহায়তা
  25. ০৫:৪৪ পিএম, ২৬ মে ২০২১ ঘূর্ণিঝড় ইয়াস : খুলনায় বাঁধ ভেঙে ৪০ গ্রাম প্লাবিত
  26. ০৪:১৫ পিএম, ২৬ মে ২০২১ ঘূর্ণিঝড় ইয়াস : মোংলায় তলিয়ে গেছে চারশতাধিক বসতঘর
  27. ০৪:০৫ পিএম, ২৬ মে ২০২১ তলিয়ে গেছে কুতুবদিয়ার লোকালয়, আশ্রয়কেন্দ্রে কয়েক হাজার মানুষ
  28. ০৪:০৩ পিএম, ২৬ মে ২০২১ বিপৎসীমার ৬৪ সেমি ওপরে বইছে পানি, প্লাবিত অর্ধশতাধিক গ্রাম
  29. ০৩:৫২ পিএম, ২৬ মে ২০২১ পানিতে একাকার বাগদা-গলদার ঘের
  30. ০৩:২৯ পিএম, ২৬ মে ২০২১ ঘূর্ণিঝড় ইয়াসেও স্বাভাবিক চট্টগ্রাম বন্দর
  31. ০২:৫৫ পিএম, ২৬ মে ২০২১ ঘূর্ণিঝড় ‘ইয়াস’ : জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত ৯ জেলার ২৭ উপজেলা
  32. ০১:৩৯ পিএম, ২৬ মে ২০২১ ইয়াসের প্রভাবে ঢাকায় হালকা বাতাস-বৃষ্টি
  33. ০১:০৩ পিএম, ২৬ মে ২০২১ ৩-৪ ঘণ্টার মধ্যে উপকূল অতিক্রম করতে পারে ইয়াস
  34. ১২:৫৯ পিএম, ২৬ মে ২০২১ বাগেরহাটে নদীর পানি বিপৎসীমার ওপরে, পানিবন্দি মানুষ
  35. ১২:৫১ পিএম, ২৬ মে ২০২১ আজও দৌলতদিয়া-পাটুরিয়ায় লঞ্চ বন্ধ, চলছে ফেরি
  36. ১২:৪৫ পিএম, ২৬ মে ২০২১ ইয়াসে বিধ্বস্ত সেন্টমার্টিন
  37. ১২:৩৩ পিএম, ২৬ মে ২০২১ ঘূর্ণিঝড়ের সময় সুরক্ষিত থাকবেন যেভাবে
  38. ১২:১৮ পিএম, ২৬ মে ২০২১ ফেরি বন্ধ, তবুও নেয়া হচ্ছে ভাড়া
  39. ১১:২৮ এএম, ২৬ মে ২০২১ ইয়াস : পরবর্তী উদ্ধার-ত্রাণ তৎপরতায় প্রস্তুত সশস্ত্র বাহিনী
  40. ১১:১৪ এএম, ২৬ মে ২০২১ উপকূল অতিক্রম করছে ইয়াস, আঘাত হানছে না বাংলাদেশে
  41. ১০:৫৬ এএম, ২৬ মে ২০২১ ঘূর্ণিঝড় ইয়াস : চট্টগ্রামে প্রস্তুত ২৮৬ মেডিকেল টিম
  42. ১০:৩১ এএম, ২৬ মে ২০২১ ওড়িশায় আঘাত হেনেছে ইয়াস
  43. ১০:২৫ এএম, ২৬ মে ২০২১ উপকূল থেকে কিছুটা দূরে সরে গেল ইয়াস
  44. ০৯:৩৪ এএম, ২৬ মে ২০২১ ইয়াস : খুলনায় খোলা হয়েছে সহস্রাধিক আশ্রয়কেন্দ্র
  45. ০৯:২৪ এএম, ২৬ মে ২০২১ ওড়িশা থেকে ৬০ কিমি দূরে ইয়াস, দুপুরে আছড়ে পড়ার শঙ্কা
  46. ০৯:০২ এএম, ২৬ মে ২০২১ নিঝুমদ্বীপের ১৫ হাজার অধিবাসী নিরাপদ আশ্রয়ে
  47. ০৮:৪২ এএম, ২৬ মে ২০২১ ঘূর্ণিঝড় ইয়াস : মোংলা থেকে ৩২০ কিলোমিটার দূরে
  48. ০৯:০২ পিএম, ২৫ মে ২০২১ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিল ইয়াস, ৬ ফুট উচ্চতার জোয়ারের শঙ্কা
  49. ০৫:০৭ পিএম, ২৫ মে ২০২১ ঘূর্ণিঝড় ‘ইয়াস’ : নৌযান চলাচল বন্ধ
  50. ০৫:০৬ পিএম, ২৫ মে ২০২১ ঘূর্ণিঝড় ইয়াস : সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
  51. ০২:৩৭ পিএম, ২৫ মে ২০২১ ১০০ কি.মি. বেগে আছড়ে পড়বে ইয়াস, প্লাবিত হওয়ার শঙ্কা
  52. ০৮:১৩ এএম, ২৫ মে ২০২১ প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ইয়াস
  53. ০৬:৪২ পিএম, ২৪ মে ২০২১ ভিডিওতে ঘূর্ণিঝড় ‘ইয়াস’র সম্ভাব্য গতিপথ
  54. ০৫:১৩ পিএম, ২৪ মে ২০২১ ঘূর্ণিঝড় ‘ইয়াস’ থেকে ফসল রক্ষায় পরামর্শ
  55. ০৪:১৭ পিএম, ২৪ মে ২০২১ বুধবার খুলনা উপকূল অতিক্রম করতে পারে ‘ইয়াস’
  56. ০১:২৮ পিএম, ২৪ মে ২০২১ ইয়াসের প্রভাবে কাল রাত থেকে বৃষ্টি, প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল
  57. ১০:৫২ এএম, ২৪ মে ২০২১ সাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি, সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত
  58. ১০:২১ এএম, ২৪ মে ২০২১ অতি শক্তিশালী ঘূর্ণিঝড় হয়ে আছড়ে পড়বে ইয়াস
  59. ০৮:৪০ এএম, ২৪ মে ২০২১ ঘূর্ণিঝড় ইয়াস : ৬০ কি.মি. বেগে নিম্নচাপ রূপ নিয়েছে গভীর নিম্নচাপে
  60. ১০:০১ পিএম, ২৩ মে ২০২১ ঘূর্ণিঝড় ইয়াস : এবারও সুরক্ষা প্রাচীর হয়ে দাঁড়াতে পারে সুন্দরবন
  61. ০৯:১১ পিএম, ২৩ মে ২০২১ চট্টগ্রামের ওপর দিয়ে বয়ে যেতে পারে ঘূর্ণিঝড় ইয়াস
  62. ০৫:০০ পিএম, ২৩ মে ২০২১ ঘূর্ণিঝড় ইয়াস : সাতক্ষীরায় প্রস্তুত ১৬৪৫ আশ্রয়কেন্দ্র
  63. ০৪:১৮ পিএম, ২৩ মে ২০২১ ঘূর্ণিঝড় ইয়াস : নিম্নচাপটি কক্সবাজার থেকে ৬১৫ কিলোমিটার দূরে
  64. ০৮:১৬ এএম, ২৩ মে ২০২১ ঘূর্ণিঝড় ইয়াস : লঘুচাপটি পরিণত হয়েছে সুস্পষ্ট লঘুচাপে
  65. ০৯:০০ পিএম, ২২ মে ২০২১ ইয়াস কি আমফানের চাইতে শক্তিশালী?
  66. ০৭:৫৫ পিএম, ২২ মে ২০২১ ‘রোববার ২, সোমবার ৪ নম্বর সতর্ক সংকেত’
  67. ০৪:৩৩ পিএম, ২২ মে ২০২১ ঘূর্ণিঝড় ইয়াস : সমুদ্রবন্দরে ১ নম্বর সংকেত
  68. ০১:১৬ পিএম, ২২ মে ২০২১ সুপার সাইক্লোন হয়ে উঠতে পারে ‘ইয়াস’, সতর্ক করা হবে পুরো উপকূলকে
  69. ১২:৩২ পিএম, ২২ মে ২০২১ ঘূর্ণিঝড় ইয়াস : ২৪ ঘণ্টার মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস
  70. ১১:০৩ এএম, ২২ মে ২০২১ ঘূর্ণিঝড় ইয়াস : ২৩ মের মধ্যে সব নৌকা-ট্রলারকে ফেরার সতর্কবার্তা
  71. ০৭:০১ পিএম, ২১ মে ২০২১ ঘূর্ণিঝড় ইয়াস : ২৬ মে খুলনা উপকূলে আঘাত হানতে পারে
  72. ১০:০৬ এএম, ১৯ মে ২০২১ ২৩-২৪ মে লঘুচাপ সৃষ্টি, ঘূর্ণিঝড়ের আশঙ্কা